বাবা । - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

বাবা।
  <<<<<<<<<♦>>>>>>>>>
     *-মো: কামাল হোসেন-*
®^^^^^^^^^^^^^^^^^^^^^®
      তারিখ: ০৩/০২/১৮ ইং

বাবা তুমি চলে গেছো আজ আমি অনেক দূরে।
কাঁদতেও পরিনা বাবাগো শুধু মনে পড়ে তোমারে।

বাবা আমি ভালো নেই, আছো তুমি কেমন?
তোমায় আজও খুঁজে ফিরি আছো যেথায় যেমন।

বাবা তুমি একবার বলো খোকারে তুই কই,
যেথাই থাকি ছুটে যাব তোমার কোলে রই।

বাবা কোথায় তুমি?ডাকবে না? কই গেলিরে খোকা বলি,
তোমার খোকা তোমার শোকে দিয়েছে নিদ্রাবলি।

বাবা তোমার কাছে হাঁটতে শেখা তোমার কাছেই পড়া-চলা,
সারাটাদিন কাটতো তোমার জড়িয়ে ধরে গলা।

বাবা যখন আসো তুমি ঘাম ঝরিয়ে বাড়ি,
ছুটে গিয়ে উঠতাম কোলে তোমার গলা ধরি।

বাবা তোমার চুল পেকেছে বয়স অনেক ভার,
না জানি কখন চলে যাবে আমায় করে পর।

বাবা আমি এখন অনেক বড় যোগ্য তোমার ছেলে,
অনেক আশা রাখব তোমায় বুকের অন্তঃস্থলে।

বাবা হঠাত তেমার মূখটা মলিন বুঝে আসে মনে,
জানতে চাইলে বাবায় বলে ঠিক আছিরে ছেলে।

বাবা তুমি ভারি দুষ্ট আজ কেন গেলে চলে,
তোমার কথা মনে হলে বুক ভেসে যায় জলে।

ঘুমিয়ে ছিলাম অন্ধকারে জাগিয়ে ছিলে মোরে,
আজ কেনো যে বাবা তুমি সেই গহীন অন্ধকারে।

বাবা হারা জীবন আমার শুধুই শুন্যতা,
তুমি ছাড়া হয়না বাবা আমার সকল পূর্ণতা।

আদর করে মানুষ করলে নমৃত শান্তির ছায়াতলে,
তোমার চুমু আমার গালে যায়নি আজও ভূলে।

রাতে আমার বালিশ ভিজে দিয়ে যায় আজও জ্যোতি,
পেরেছে কে ভূলতে বলো দেয়া শাসন-সোহাগের স্মৃতি।

বাবা ও বাবা? তুমিই থাকবে এ জীবনের অন্ধকারের দ্বীপ্তি ভাতি,
সারা জীবন থাকবে জেগে আমার বিদায়ী সন্ধা গীতি।

বাবা তোমার নামে যতো করি দোয়া-দূরুদ দান,
হে প্রভু! জান্নাতুল ফেরদাউস আমার বাবাকে তুমি করিও দান।

বাবা তুমি পৃথিবীর শ্রেষ্ঠ আসন তাই প্রণাম জানাই,
প্রয়াত সকল বাবাদের আত্মার সদগতি কামনাই।


No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages