গাঙচিলের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাঙচিল ৭৭ তম কবি সম্মেলনে দুইবাংলার কবিতা উৎসব ও কবিদের মিলন মেলায় মূখরিত হয় খুলনা গণগ্রন্থাগারের বই মেলার মূল মঞ্চ। উক্ত সম্মেলনে মোহাম্মদ আব্দুল ওয়াহিদের প্রথম কাব্য গ্রন্থ "বিজয়ের কলতানে" সহ মোট ৮২ টি গ্রন্থের মোড়ক উন্মোচন, গাঙচিল অনলাইন কবিতা প্রতিযোগিতা'১৭ইং এর পুরস্কার বিতরণ, গুণিজন সংবর্ধনা ও আজীবন সদস্য সম্মাননা প্রদান করা হয়।
গত ১৬/২/১৮ইং রোজ শুক্রবার দিনব্যাপী খুলনা বই মেলা মঞ্চে তিনটি পর্বে গাঙচিল কবিদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে ১ম পর্বে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব গাঙচিল কেন্দ্রীয় সভাপতি জনাব এস এম রইজ উদ্দিন আহম্মদ। ২য় পর্বে সভাপতিত্ব করেন শিশু সাহিত্যিক আশরাফুন্নেসা দুলু ও সমাপনী পর্বে সভাপতিত্ব করেন কথা সাহিত্যিক খন্দকার জাকির হোসেন।
 |
ছবি- আজাদ মিয়া |
সকাল ১০ ঘটিকার সময় সম্মেলন উদ্বোধন করেন প্রবীণ কবি, গীতিকার খাজা আব্দুর রহমান। দুইবাংলার কবিতা উৎসবে ভারত থেকে অংশ নেন কবি সুকেশ কুমার মন্ডল ও গবেষক ডঃ রন্জন কুমার ভৌমিক, লন্ডন থেকে অংশ নেন সাহিত্য সংগঠক ব্যারিস্টার জাহিদ আজাদ। উক্ত কবি সম্মেলনে ১ম পর্বের প্রধান অতিথি ছিলেন এফ আর জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফজলুর রহমান। ২য় পর্বের প্রধান অতিথি ছিলেন গবেষক ও জাতীয় কলামিস্ট সরদার রুহুল আমিন এবং সমাপনী পর্বের প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা জজ কবি মিয়া মোঃ আলী আকবর আজিজী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কবি মেজর (অব) পলক রহমান, খুলনার এডিশনাল পুলিশ কমিশনার এস এম কামরুল ইসলাম ও ডঃ আহসান উল্লাহ্।
 |
ছবি - আজাদ মিয়া |
 |
ছবি-আজাদ মিয়া |
 |
ছবি-আজাদ মিয়া |
 |
ছবি-আজাদ মিয় |
এ ছাড়াও বিভিন্ন পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ড. শাহনাজ পারভীন, কবিরত্ন আনন্দ মোহন ঢালি, কবিরত্ন এস এম রহমত উল্লাহ, সাহিত্যরত্ন হাসিনা জহুর, সাহিত্যরত্ন পরেশ কান্তি সাহা, কবিরত্ন জোয়ারদার আসাদুজ্জামান, ভাষা সৈনিক লোকমান হাকিম, কবি এ্যডভোকেট বিজন বিশ্বাস, লেখক মমতাজ বেগম বিজলি, কবিরত্ন এ্যডভোকেট রিয়াজুল হক, কবি হাসনা হেনা, কবি স্মৃতিরেখা বিশ্বাস, কবি এস এম শের আলি শেরবাগ, মোঃ আব্দুর রহমান, কবি হাফিজুর রহমান, গল্পকার সেলিম আলতাফ, কবি শশাংক শেখর ঢালি, আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ সরদার, রফিকুল ইসলাম আজহারী, মোঃ আমিরুল ইসলাম, সুদীপ্ত সবুজ, মোহাম্মদ ইসমাইল হোসেন ও মোহাম্মদ আব্দুল ওয়াহিদ প্রমুখ। সাহিত্য আলোচক ছিলেন কবি শাহরিয়ার সোহেল, ডঃ সন্দিপক মল্লিক, কবি সাইফুদ্দিন সাইফুল। মূখ্য আলোচক ও সাংগঠনিক বক্তব্য রাখেন, গবেষক সৈয়দ আশরাফ আলি। স্বাগত ও ধন্যবাদ জ্ঞাপন করেন, কবি সোবহান আমিন, কবি শাাহী সবুর ও কবি ওয়াহিদুজ্জামান সোহাগ, কবি একে আজাদ পান্না ও খান আখতার হোসেন।
 |
ছবি-আজাদ মিয়া |
কবিতা পাঠ করেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবিসহ দেশী-বিদেশী প্রায় ২০০ জন কবি। প্রত্যেক কবিজনকে গাঙচিলের পক্ষ থেকে প্রদান করা হয় ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মাননা সনদ, সম্মেলন ফাইল, প্যাড, কলম ও গাঙচিল প্রকাশনার ছড়া/কবিতার একটি করে বই। গাঙচিল সম্মেলনে আগত ক্ষুদে শিল্পীদের গান, কবিতা আবৃত্তি, একক অভিনয়, যাদু প্রদর্শনী ইত্যাদি সম্মেলনের দর্শকদের মনকে যেমন মাতিয়ে তুলেছে তেমনি গোটা বই মেলা প্রাঙ্গণকে মূখরিত করে তুলেছে। এছাড়াও সম্মেলনে গান পরিবেশন করেন কবি অসিত কুমার, শিল্পী লিটন কুমার ঢালী, পিজিএল ইউনুস আলি, কবি এ কে আজাদ পান্না, কবি সাঈদ ফারসি, জেলা জজ আলি আকবর আজিজী ও টিভি শিল্পী মেজর পলক রহমান। দরাজ কণ্ঠে তাদের কবিতাপাঠ ও গান দর্শক হৃদয় মুগ্ধ করে। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা। উক্ত সম্মেলনে তিনজন গুণী ব্যক্তিত্বকে সংবর্ধিত করা হয়, তারা হলেন-
ক) প্রবীণ নাট্য ব্যক্তিত্ব এস এম মতিউর রহমানকে প্রদান করা হয় "নাট্যকার অধীর কুমার দাস স্মৃতি বেস্ট কালচারাল এ্যওয়ার্ড"।
খ) প্রবীণ ইতিহাস গবেষক আসাদুজ্জান খান শাহপুরীকে প্রদান করা হয় "জনপ্রিয় ব্যক্তিত্ব গাজী আব্দুল হাদী সাহিত্য গবেষনা সম্মাননা"।
গ) উত্তরবঙ্গের জনপ্রিয় কবি পলক রহমান কে প্রদান করা হয় "এ্যড. আব্দুল জব্বার স্মৃতি গাঙচিল সাহিত্য সম্মাননা"।
উক্ত অনুষ্ঠানে ২০১৭ সালে অনুষ্ঠিত গাঙচিল অনলাইন কবিতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে খাজা আব্দুর রহমান সাহিত্য পুরস্কার প্রদান করা হয় এবং ২৫ জন লেখককে গাঙচিল আজীবন সদস্য সম্মাননা প্রদান করা হয়। আজীবন সদস্য সম্মাননা প্রাপ্তদের মধ্যে উপস্থিত ছিলেন-
১) মোহম্মদ আব্দুল ওয়াহিদ, বালাগঞ্জ, সিলেট।
২) শ্যামলী মণ্ডল, বাগেরহাট।
৩) সাজ্জাদ হোসেন, যশোর।
৪) নিরন্জন মনি বিশ্বাস, বিশ্বনাথ, সিলেট।
৫) মুহাম্মদ আবুল কালাম আজাদ, ঝিকরগাছা।
৬) ফরহাদ ফারজানা শিরিন, মণিরামপুর।
৭) উম্মে কানিজ বিল্লাহ, খুলনা।
৮) ডাঃ মোঃ আহাদ আলী, যশোর।
৯) সুদীপ্ত সবুজ, সাতক্ষীরা।
১০) রহিমা খাতুন, ফুলতলা।
১১) সরদার আবদুল আজিজ, নোয়াপাড়া।
১২) সুরন্জন কুমার মন্ডল, রামপাল।
১৩) মুহাম্মদ ইসমাইল হোসেন, চট্টগ্রাম।
১৪) আজিজুর রহমান, কুস্টিয়া।
১৬) মোহাম্মদ তাজউদ্দিন, কুস্টিয়া।
১৭) সুধাংশু কুমার দাশ, শরীয়তপুর।
১৮) ডাঃ গৌর কিশোর, ডুমুরিয়া।
অনুষ্ঠান পরিচালনা করেন গাঙচিল প্রধান সমন্বয়ক খান আখতার হোসেন ও গাঙচিল স্থায়ী সদস্য জনপ্রিয় সাহিত্য আলোচক অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু।
আজাদ মিয়া
লেখক ও প্রাবন্ধিক
phehli@gmail.com
No comments:
Post a Comment