পরাজিত আমি। - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

পরাজিত আমি।

পরাজিত আমি।

Share This
পরাজিত আমি।
   <<<<<<<<<♦>>>>>>>>>
       *-মো: কামাল হোসেন-*
®^^^^^^^^^^^^^^^^^^^^^®
        তারিখ: ১১/০১/১৮ ইং

আজও ভালোবাসি তোমায়। তবে সময়ের সাথে সাথে প্রকাশ ভঙ্গিতে অনেকটাই পরিবর্তন এসেছে তোমার। তাই ইচ্ছে হলেও, লিখতে পারিনা কিছু।

আজকাল তুমি মহাব্যস্ত। তোমার পাত্তাই পাওয়া মুশকিল। তোমার আনমনা ভঙ্গিতে বলে দেয় কতটা পালটে গেছো তুমি। জানার ইচ্ছা হলেও, লিখতে পারিনা কিছু।

তুমি বারংবার আমাকে ভূলে যেতে বলো। আমি বুঝিনা তাতে তোমার কি লাভ। এটাও জানতে ইচ্ছে হয় বার বার। জানার বড় স্বাদ হয় তবুও, লিখতে পারিনা কিছু।

হয়ত যোগ্যতা , কিংবা চেহারায় পরাজিত আমি। তাতেও কষ্ট নেই কারণ, তোমাকে ভালোবেসে জিতে গেছি আমি। দুঃখ একটায়, লিখতে পারিনা কিছু।

এক সময় তোমার অনেক সময় ছিল। বেশিরভাগ কাটিয়েছ লিখতে সময়। এখন তোমার ভাললাগেনা। তোমার আনমনা বুঝে, লিখতে পারিনা কিছু।

তবে,বদলে গেছ তুমি। বদলায়নি আমি, অপেক্ষার প্রহর ভেঙে বুঝলাম, আমি ভূল, তুমি সঠিক। তাই তুমিও লিখতে পারনা, ভূল ঠিকানায় কিছু।


No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages