অদৃশ্য আকর্ষণ। - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

অদৃশ্য আকর্ষণ।

অদৃশ্য আকর্ষণ।

Share This

অদৃশ্য আকর্ষণ।
____মোঃ কামাল হোসেন।
''"""""""""""""""""""""""""""""""""""""''
একি অদৃশ্য আকর্ষণ
তৃষিত-আকুল আঁখি,
তাই মন করে চনমন।

আরাধনা তোমাকে ঘিরে
আজ ধ্যান মন সবই,
তবুও চাহিতে হয় ফিরে।

একি অদৃশ্য আকর্ষণ
যত দূর যাই শুধু মন,
তোমারি রুপের আলিঙ্গণ

দৃষ্টি পুড়ে হলো ছারখার
আসা শ্রাবণের খরতাপে,
দিশাহারা হই যে বার বার।

একি অদৃশ্য আকর্ষণ
জানি হবেনা বাসনা পূরন,
সর্প-কল্পনাই করে দংশন।

শুধু ভাবি একি সম্ভব?
দূর দিগন্তে যার বসবাস,
ফিরবেনা জানি অসম্ভব।

একি অদৃশ্য আকর্ষণ
তোমার জন্য করি পন,
জীবন দিতে পারি বিসর্যন।

কষ্ট আমার হীনরাতের সঙ্গী
জাগরনে মিশে আছো,
তুমি আমার সেই প্রিয়সি।



No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages