Infotech Ad Top new
Infotech ad post page Top

অদৃশ্য আকর্ষণ।
____মোঃ কামাল হোসেন।
''"""""""""""""""""""""""""""""""""""""''
একি অদৃশ্য আকর্ষণ
তৃষিত-আকুল আঁখি,
তাই মন করে চনমন।
আরাধনা তোমাকে ঘিরে
আজ ধ্যান মন সবই,
তবুও চাহিতে হয় ফিরে।
একি অদৃশ্য আকর্ষণ
যত দূর যাই শুধু মন,
তোমারি রুপের আলিঙ্গণ
দৃষ্টি পুড়ে হলো ছারখার
আসা শ্রাবণের খরতাপে,
দিশাহারা হই যে বার বার।
একি অদৃশ্য আকর্ষণ
জানি হবেনা বাসনা পূরন,
সর্প-কল্পনাই করে দংশন।
শুধু ভাবি একি সম্ভব?
দূর দিগন্তে যার বসবাস,
ফিরবেনা জানি অসম্ভব।
একি অদৃশ্য আকর্ষণ
তোমার জন্য করি পন,
জীবন দিতে পারি বিসর্যন।
কষ্ট আমার হীনরাতের সঙ্গী
জাগরনে মিশে আছো,
তুমি আমার সেই প্রিয়সি।
Infotech Post Bottom Ad New
Author Details
ইনফোটেকলাইফ.কম এর তালিকা ভুক্ত একজন লেখক ও কলামিস্ট।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
No comments:
Post a Comment