তুমি আসবে বলেই। - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

তুমি আসবে বলেই।

তুমি আসবে বলেই।

Share This
তুমি আসবে বলেই।
      _____মোঃ কামাল হোসেন।

তুমি আসবে বলেই___
প্রভাতের আলো আজ ছিলো ঝলমল।
ভাবছি বসে একা একা নিরালে,
মন আমার বড়ই চনমন।

তুমি আসবে বলেই___
নীল আকাশে কতো যে রঙের মেলা।
মেঘের ভেলা ভেঁষে উড়ে বেড়াই,
পাইনা ঘনবৃষ্টির জ্বলধারা।

তুমি আসবে বলেই___
সাজিয়ে রেখেছি সোনালী স্বপ্নলোক।
রাতে ফোটা ফুল জেগে আছে এখনো,
তোমাই করবে সম্ভাষণ।

তুমি আসবে বলেই___
শত কোলাহলে হয়নি ট্র্যাফিক জ্যাম।
গোধূলি রাঙ্গিয়ে অমর সূর্য দাঁড়িয়ে,
চলার ছন্দে মুগ্ধ অবিরাম।

তুমি আসবে বলেই___
আশায় নিথর বুক শুন্য নাভিশ্বাস।
আর কতক্ষণ এভাবেই শুন্য,
যাই যাই প্রাণের নিঃশ্বাস।

তুমি আসবে বলেই___
সকল বাসনার শব্দ জমানো ক্ষণে।
এসো প্রিয়া এসো তুমি মোর পাশে,
হৃদয়ের নির্মল আহ্বানে।


No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages