মৃত্যুর জানাযায়। - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

মৃত্যুর জানাযায়।

মৃত্যুর জানাযায়।

Share This

মৃত্যুর জানাযায়----
               ____মোঃ কামাল হোসেন।

দুর থেকে ছুঁয়ে দেখেছি তোমায় সুহৃদণা,
উড়ে আসা সুবাস ছিল ওগো সুনয়না।
ওগো অপরিমেয় সেলফোনে শুনেছি কতো
তোমার নিরবতার মনোহরী সুরের মূর্ছনা।

অবেলায় সখী করে নিয়েছি একাকীত্বে,
আজি বন্দে বন্দে পুষ্পিত সুবাসিত গন্ধে।
আমি দাঁড়িয়ে আশাহীন মানুষের কাতারে,
সমাহিত হতে চায় স্বপ্ন নিয়ে আঁখিতে।

ঝিঁঝিঁ ডাকা নিশিভোর ভেবেছি তোমায়,
পায়নি! তবু পেয়েছি তোমায় কল্পনায়।
আত্মসর্বস্ব বসিয়ে দিলে মনের আঙিনায়,
তোমাতে খুশি করিতে শত বাধ্যবাধকতায়।

আমি নিভৃতে কেঁদেছি অনুক্ষণ অজ্ঞাতসারে,
ব্যথিত হৃদয়ে ক্ষতরঞ্জিত পোড়া এই মনে।
চাঁদপনা ধন্যবাদ তোমারি ভালোবাসায়,
অন্যোপায় শরীক হয়েছি মৃত্যুর জানাযায়।


No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages