ভালোবাসা কি? - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

ভালোবাসা কি?

ভালোবাসা কি?

Share This

ভালোবাসা কি...?

ভালোবাসা কি ?
কেউ জানো-কি ভালোবাসো কেনো?
যখন কষ্ট যেনও ছুটে চলে যাও
যুদ্ধে গমনের মতো_____...
আজ ভালোবাসায় হাহাকার অবিরত।

ভালোবাসা কি ?
যেনেশুনে যে বিষ করে পান,
সপে দিলো সে দেহমনো প্রাণ।
বাঁচবে! হবে বিষন্নমন বিষায়িত
কেউ জানোনা সদাচিত্তে চিরন্তন।

ভালোবাসা কি ?
অন্ধকারে চোখে জলপ্রপাত,
দুূর্দমনীয় নির্লজ্জ বেহায়ার মতো।
ছাড়বেনা মর্মস্পর্শী স্বপ্নজাল তব
ভূল বলিনি একটু ভেবে দেখো।

ভালোবাসা কি ?
দেখি যা চোখে মনে ভাবি তায়,
এতো ভালোবাসা মিছে নয়!
তুবুও বাঁচতে চারিদিক কেবল
ভালোবাসার খোঁজে পাগল।

_______মোঃ কামাল হোসেন।


No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages