এই আমি-শুধু তুমি - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

এই আমি-শুধু তুমি

এই আমি-শুধু তুমি

Share This

এই আমি-শুধু তুমি_____

এই আমি.!
ভালোবাসি
ওগো তোমায়...
এতোটায় বাসি.!
কি করে  বোঝাব,
বিশ্বাস হয়না তোমার ?
ভুলে  গেছো এই  তুৃমি,
সেদিনের সেই সুখ স্মৃতি ।
একটিবার মনে করে দেখো
সাঁমনেই  দাঁড়িয়ে ছিলে তুমি...
লাজুক দুটো চোখ নুয়ে পড়ছিল,
তোমার  আলতারাঁঙা পায়ের  উপর ।
তুমি শুধু হেঁসেছিলে আনমনে চুপিসারে,
বোঝাতে চেয়েছি কত ভালবাসি তোমারে।
ভেবনা তুমি কখনো আনমনে চুপিসারে,
নজরে নয় সজোরে ছুঁটে যাবো আমি ।
ভেবে  নিও এখনো  তোমারি আছি,
সেই আমি আজ তোমারি আঁখি...
কতোই না খুনসুটি মাতামাতি
আজও ভুলিনি সেই স্মৃতি ।
হৃদয়ে শুধু রেখেছি পুসি,
তুমি আমি  মুঠোমুঠি ।
ভাবছো কেন তুমি ?
আমিতো আছি.!
ওগো বলোনা...
ভালোবাসো
শুধু তুমি.!

______মোঃ কামাল হোসেন।


No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages