কুরবানি কুরবানি - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

কুরবানি কুরবানি

কুরবানি কুরবানি

Share This

কুরবানি কুরবানি____

এলো রে এলো সবে কুরবানির ঈদ,
সারাবিশ্বে বইছে খুশির জোয়ারে
সবাই গাইছে সুরে আজ ঈদ ঈদ।

ধরায় এসেছে মুসলিম জাহানের,
আমাদের প্রিয় এই কুরবানির ঈদ
আমি খুশি, খুশি সারাবিশ্বের মুসলিম।

জানায় মোরা সকল প্রশংসা আল্লাহর,
আল্লাহর রাসূল (সা) এর উপর
কুরবানী নিয়ে এলো গুরুত্বপূর্ণ ইবাদত।

কুরবানী আল্লাহ্ তায়ালার আনুগত্য,
খাঁসদিলে করি তাঁর সন্তুষ্টি অর্জন
কাঁধে কাঁধ মিলিয়ে মানি আল্লাহর হুকুম।

সাবধান! বেশী দামে গরুতে করনা অহঙ্কার,
কুরবানির সেই মহত্বটাকে করনা চুরমার
লাভ হবেনা হবে গোশত খাওার ধুমধাম।

করো সুস্রী দেখিতে সুন্দর যায়েজিত পশু,
রাখি কতলের আড়ালে অন্য কুরবানির পশু
সাবধান! অস্ত্র ধারাতে ভুল না হয় কভু।

খেওনা গোশত কুরবানি না করে,
হুকুম পালনে আল্লাহ তায়ালা যা বলেন
ভাগবন্টনে কিন্চিত কমবেশি না করে।

আসুন প্রকৃত কুরবানির রূপরেখা অাঁকি,
মুক্তির পথে পাপ-গুনাহ ত্যাগে হই মুত্তাক্বী
মানুষ আশরাফুল মাখলুকাত মনেরাখি।

_______মোঃ কামাল হোসেন।


No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages