ভালোবাসি তাই - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

ভালোবাসি তাই

ভালোবাসি তাই

Share This

ভালোবাসি তাই_____

আমি তোমার দুঃখগুলো,
কেড়ে নিতে চাই।
হোকনা আমার যত কষ্ট,
তোমায় সুখি দেখতে চাই।

আমি তোমার কান্না যত,
মুছে দিতে চাই,
আমার চোখে তোমার পানি,
ধরে রাখতে চাই।

সুখের দিনে নাইবা পেলে,
দুঃখের দিনে চাই।
নাইবা পেলেম মেঘলা দিনে,
খবর দিও কাঁন্না পেলে।

আমি যেতে চাই--------------!!

একজীবনের বৃষ্টি দিয়ে,
আমায় তুমি ভিজিয়ে দিলে।
তবু তুমি সুখে থাকো,
আমি দেখতে চাই।

হঠাৎ যদি বিপদ আসে,
খবর দিও আমার কাছে।
সকল বাঁধা ফেলে আমি,
ছুঁটে যেতে চাই।

ভয় পেওনা লক্ষীসোনা,
আমি তোমার আলপনা।
নাছোড়বান্দা ছেলে আমি,
তোমায় ভালোবাসি তাই।

______মোঃ কামাল হোসেন।


No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages