তৃষ্ণার্ত নই___ - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

তৃষ্ণার্ত নই___

তৃষ্ণার্ত নই___

Share This

তৃষ্ণার্ত নই___

আমি-তো তৃষ্ণার্ত নই ?
তোমাকে কাছে পাওয়ার জন্য___?
পূষে রেখেছি মরু-সাহারায় মৃতপ্রায় ফোঁটা-পানির এক বুক হাহাকার___
তবুও তৃষ্ণার্ত নই আমি।
এতো সামান্য কিছু___!
যদি বলি এর চেয়েও___!
জানি বিশ্বাস তুমি করবেনা___!
ভালবাসা হীণতায় একবুক শুকনো মাঠের মতো চৌচির রুপ ধরেছে আমার হৃদয়ের মাঝে।
কোমল পরশে কখনো শিক্ত করনি তুমি, শুকনো খরতাপের মাঠে এতটুকুও ছাঁয়া দাওনি তুমি।
অপেক্ষায় থাকি আমি, প্রতিটা মূহুর্তে তোমার আসার প্রত্যাশা বুকে নিয়ে।
জানিতো___!
তোমার লুকোচুরি এটা, তবুও আমি কিছু ভাবিনা, তোমার ইচ্ছার উপরই তো আমাকে সয়ে থাকতে হয়।
তুমিতো চাঁদের কন্যা, তোমার বাসতো অনেক দূরে।
তবে কি আসবেনা তুমি ?
বলবেনা একটিবার ভালবাসি তোমায় ?
অপেক্ষায় রইলাম, চেয়ে থাকব পূর্ণচাঁদের দিকে তাকিয়ে, আমার মনে হবে এই আমি ভালবাসতাম তোমাকে।
ইচ্ছে ছিল___!
পাখির মতো নীল আকাশে উড়বো,,'হা হা হা........
কিন্তু ডানা দুটি বাঁধা ছিল ভেবেই দেখিনি।
অপূর্ন থেকে গেলো পারিনি নীল আকাশ ছুঁতে, পারবও না হয়ত কোনোদিন।
ইচ্ছে ছিল___!
নৌকা হয়ে ভেসে যাবো সাগরের মাঝে, কিন্তু ছেঁড়াপালটা আমার কাল হয়ে গেলো জীবনে।
ইচ্ছে ছিল___!
খালি পায়ে হেঁটে বেড়াবো সবুজ অরন্যে, কিন্তু পায়ে ক্ষতছিল বুঝতেই পারিনি।
ইচ্ছে ছিল___!
স্পর্স ছাড়ায় তোমায় নিয়ে ভালবাসার এক স্বপ্ন রাজ্যে পৌছাব, কে যানে,,,ঠুনকো শ্বব্দে নিদ্রা ভেঙে যাবে!
কি জানি___!
মনের নিষ্পাপ চাওয়া গুলো কি ডুবে যাবে কোন এক ঝড়-হাওয়ার যন্ত্রনায়!

_______মোঃ কামাল হোসেন।


No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages