পাশে ছিলাম - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

পাশে ছিলাম

পাশে ছিলাম

Share This

পাশে ছিলাম__
_

আমি ভালো থাকি যখন_
তুমি ভালো থাকো,
তোমার আনন্দ ভরা মূখখানি
আমার করে রেখো।

আমি জানতাম তুমি জিতবেই__
ছিল..আমার আত্মবিশ্বাস,
সারাক্ষণ ক্লান্ত রয়ে
দিলে হঠাৎ শান্তির নিঃশ্বাষ।

অনেক দূরে যেতে হবে__
শুরু হলো এই সবে,
আমার দোয়া থাকবে পাশে
তোমার চলার পথে।

আমি তোমায় সাহস দিলাম__
পৌছাবেই তোমার লক্ষে,
আল্লাহ্ যদি সহায় থাকে
জয়..আসবেই তোমার পক্ষে।

ছিঁনিয়ে আনবে ক্ষুদ্রনয় কিছু__
আনবে চাঁদ শুকতারা,
তোমার আনা শুকতারাতে
আমি..হবো দিশাহারা।

এবার তুমি তৈরি থেকো__
শক্ত করো মন,
নীরব চোখে তাকিয়ে থেকে
দেখব..তুমি আমার একজন।

ইতিহাসের স্মৃতির পাতায়__
থাকবে লেখা তুমি,
নাইবা থাকলো আমার কথা
যদিও..পাশে ছিলাম আমি।

আকাশ ফুঁড়ে বৃষ্টি নামে__
নদাী..বাড়িয়ে দেয় বুক,
তেমন ভাবে আত্মবিশ্বাস
তোমায় এনে দিবে সুখ।

আমি না হয় নদী হয়ে__
নিরবে..জলের ধারা দেবো,
ভুলতে পারো তোমার ব্যপার
ভুলে আমার কথা ভেবো।

_______মোঃ কামাল হোসেন।

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages