Infotech Ad Top new
Infotech ad post page Top

পর্দার নামে বেহালদশা_____
অবাক হলেন? ছবিটা দেখে হয়ত ভাবছেন এটা কোন ধরনের পোশাক! চিন্তার কোনো কারণ নেই! নেই বললাম একারণে,,বর্তমানে আমাদের দেশের মেয়েরা যে পোশাকে থাকে তার চেয়ে নিচের এই ছবিটার পোশাক অনেকাংশে পর্দাশীল। যদিও গাছের পাতার এই পোশাকটি তবুও অশ্লীতার ছাঁপ নেই কোথাও।
আমাদের এই দেশ বাংলাদেশ, এদেশের বেশির ভাগ মানুষ মুসলিম। তায় মুসলিম হিসাবে আমাদের মেয়েদের পর্দার অবক্ষয় দিনদিন বৃদ্ধি পাচ্ছে। রাস্তাঘাটে চোখমেলে তাকানোর উপায় পর্যন্ত নেই। তায় নারীদের পর্দায় আসা অতি জরুরী বলে আমরা মুসলমান তা মনে করি। আর আমাদের ধর্মেও তায় বলে। এখন আসা যাক পর্দা কি? প্রথমেই জেনে রাখা উচিৎ পর্দা কোন প্রথা নয়, পর্দা মানে শুধু বোরকা নয়, পর্দা মানে হিজাব বা নেকাবও নয়, পর্দা মানে শুধু দূরত্ব বজায় রাখাও নয়, বরং পর্দা হল এক মানবিক শালীনতার নাম, পর্দা হল- নারী পুরুষের এতুটুকু মানষিক ও শারিরিক দূরত্ব বজায় রাখা, যার দ্বারা একজনের উপর আরেক জনের কোন যৌন প্রভাব সৃষ্টি হতে না পারা। এই সকল কু প্রভাব থেকে নারী ও পুরুষ উভয়েই দূরত্ব বজায় রেখে চলার নামই হল পর্দা।
বাজারে এখন যেসব বোরকা বা থ্রি কোয়াটার বোরকা, সাথে স্কিন টাইট চিপা প্যান্ট তাও আবার টাখনুর অনেকটা উপরে কিন্তে পাওয়া যায়, এসব পোশাকের উপর মেয়েরা বেশি মাএাই ঝুঁকে পড়েছে। দেখা যায় বর্তমানে কিছু ফাসেক মুসলিম নারীদের মাঝে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে। তারা এমন এক কৌশল অবলম্বন করেছে যেটাতে “সাপও মরবে লাঠিও ভাঙ্গবে না” আর তারই প্রতিফলন হচ্ছে এই থ্রি কোয়াটার বোরকা, সাথে স্কিন টাইট চিপা প্যান্ট। তায় কোনোদিক না তাকিয়ে নিজের স্ত্রী, মেয়েদের প্রতি নজর দিই। তাদের চলাফেরা,আচার আচরণের প্রতি সজাগ হই। আজ আমি সচেতন হই, কাল আপনিও হন দেখবেন আমার আপনার সচেতনতায় আমাদের মেয়েরা পর্দায় আসবেই আসবে।
/
সবাইকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই, লেখার ভাষায় যদি কোনো বন্ধু কষ্ট পেয়ে থাকেন, তাহলে বন্ধূসূলভ দৃষ্টি থেকে ক্ষমা করে দিবেন।
_______মোঃ কামাল হোসেন।
Infotech Post Bottom Ad New
Author Details
ইনফোটেকলাইফ.কম এর তালিকা ভুক্ত একজন লেখক ও কলামিস্ট।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
No comments:
Post a Comment