কেনো এই পিছুটান অতীত নিয়ে? - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

কেনো এই পিছুটান অতীত নিয়ে?

কেনো এই পিছুটান অতীত নিয়ে?

Share This

কেনো এই পিছুটান অতীত নিয়ে?

ক্ষেএ-বিষেষ যারা অতীত নিয়ে ভাবে তারা ফুল বোকা।
আমরা যখন কষ্ট পাই চোখ বন্ধ করে অতীতের জমে থাকা স্মৃতি হাতড়ে বেড়াই...মন ভাল হয়ে যায়। চোখে পানি, কিন্তু মুখে হাসি চলে আসে। খুঁজে ফিরি তোমাকে সবখানে, তোমার দুষ্টুমি মাখানো মিষ্টি হাসির ছবি দেখি।
মনে হয় যেন কাছেই আছ তুমি। মনের ভেতর থেকে কে যেন ফিস ফিসিয়ে বলে তুমি নাকি আসবে ফিরে। আনমনা হয়ে বলি আসলেই কি তুমি আসবে ফিরে.....!!
এসব ভুঁয়া ভূল কেবলই চোখের ধাঁধাঁ। অনেকেই আছেন
অতীতের কষ্ট থেকে মুক্তি পেতে নিজেকে শেষ করে দেয় এবং তার আপনজনের জন্য আর একটি কষ্টের অতীত রচনা করে। একবার ভাবুনতো এটা কি কোন সমাধান হোল? বরং আপনি আপনাকে একজন স্বার্থপর মানুষ হিসাবে নিজেকে পরিচয় দিলেন। আপনার কিছু অতীত হতে পারে বর্তমান ও ভবিষ্যতের নিশ্চিত অন্ধকার। কিন্তু আপনার জন্য এরকম লক্ষ লক্ষ  ভবিষ্যৎ অপেক্ষা করছে এটা ভুলে গেলেও তো চলবে না। তবে কেনো ঐ সামান্য কিছু অতীতের কথা ভেবে আপনি আপনার সুন্দর বর্তমান নষ্ট করবেন ? ভূলে গেলে চলবেনা বর্তমান মানেই অতীতের অবদান। আপনার অতীত আপনার বর্তমানের সৃষ্টিকর্তা। আপনি আজ যা করছেন আগামি কাল কি সেটা অতীত হবেনা ? তাই বর্তমান ভালো করলেই আগামীকাল বলতে পারবেন আমি গতকাল ভালো ছিলাম। তায় অতীতের ভুল গুলো নিয়ে দুশ্চিন্তা আর সময়ের পাশাপাশি নিজের মন ও শরীর নষ্ট করে আপনার ভবিষ্যৎ ধ্বংস করে দিবেন না। সবচেয়ে কঠিন সত্য হলো সময় কারো জন্য অপেক্ষা করে না। আজ আপনার অতীত কি পেরেছে সময়কে আঁকড়ে ধরে রাখতে? পারেনিতো! তাহলে নিজের উপর বিশ্বাস রেখে এখনো অনেক সু-সময় আপনার জন্য অপেক্ষা করছে এতটুকু মাথায় রেখে এগিয়ে যান। অতীতের কথা ভেবে অনেক বোকা মরেছে। তাই অতীতের দরজায় তালা লাগিয়ে শুরু করুন দৈনিক জীবন নিয়ে বাঁচতে। এক বার প্রান খুলে হেঁসে দেখুন হাজার দুঃখের অতীত জয় করতে একটি হাসিই যথেষ্ট।
                                             সবাইকে ধন্যবাদ।
_
______মোঃ কামাল হোসেন

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages