স্বপ্ন ভালবাসা - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

স্বপ্ন ভালবাসা

স্বপ্ন ভালবাসা

Share This

স্বপ্ন ভালোবাসা...

তুমি এলে,____যখন,,,
আমার প্রতীক্ষার নিদ্রাহীন নিঃশ্ব কষ্টের রাতগুলোর পরিসমাপ্তি হয়ে।
                   
তুমি এলে,____যখন,,,
আমার হৃদয় অন্দরে সেই বকুল ফুলের ছায়াঘেরা আঙিনায় নিষ্পাপ কোন কড়ি হয়ে।
                   
তুমি এলে,____যখন,,,
বিধাতা আমায় বেঁধে দিয়েছে কোন এক আমৃত্যু মায়াবী হৃদয়ের বেষ্টনে।
                     
তুমি এলে,____যখন,,,
আমার অন্তরালে লালিত হৃদয় কঠিন হয়ে সাজাই কখনো বা যন্ত্রণায় কাঁদায়ে।
                   
তুমি এলে,____যখন,,,
আজ অযস্র কি ধৈর্য তুমি পেয়েছ জানি না, তোমার লুকোচরি মুখের হাসি হয়নি ম্লান।
                     
তুমি এলে,____যখন,,,
তোমার নিরাবতার চাদরে ঢাকা,অলিখিত নিয়মগুলো আজ সংবিধান হতে বসেছে।
                     
তুমি এলে,____যখন,,,
আমিও চাই সৃষ্টিকর্তার কাছে,আকাশ যতদিন শরতের ভাসা মেঘকে বুকে নিয়ে হাসির মুক্ত ছড়াবে ততদিন।
                     
তুমি এলে,____যখন,,,
নিশিরাতের তারা হয়ে,যেন মৃত্যুর সঙ্গেই শেষ হয়ে না যাই দেখা দিও পরপারে।

_______মোঃ কামাল হোসেন


No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages