ভালবাসার শেষ কোথায় - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

ভালবাসার শেষ কোথায়

ভালবাসার শেষ কোথায়

Share This
ভালবাসার শেষ কোথায়____?

আকাশে সূর্য উদয় হয় দীর্ঘপথ অতিক্রম করে, রাতের ফুটফুটে চাঁদের জোছনা দিনের আলোয় হারিয়ে যায়। বড় বড় কালো মেঘের মিছিলের ভয়ে রোদ লুকিয়ে থাকে, আবার রোদের প্রচন্ড প্রতাপে মেঘের দল পালিয়ে বেড়ায়, ছুটোছুটি করে নীল আকাশ জুড়ে।
______তাহলে,ভালবাসার শেষ কোথায়?

সময়ের পালাক্রমে মরা নদীতে যৌবন আসে, দুই পাড় ছেপে ভাসিয়ে দেয় বিস্তৃর্ণ সমতল ভুমি। ঋতু বদলের পালে প্রকৃতি কখনো ফুলে ফুলে সাজে আবার কখনো উলঙ্গ কিশোরের মত দাঁড়িয়ে থাকে একা পথের বাঁকে। পাহাড়ের কান্না ঝর্না গড়িয়ে গড়িয়ে নদী হয়ে মিলনের মোহনায়। সবি প্রকৃতির নিয়ম। প্রকৃতির খেলা।
______তাহলে,এই পথের শেষ কোথায়?

পৃথীবিতে সব কিছুর শুরু আছে শেষ আছে। সূর্যের যাত্রার শুরু আছে, শেষও আছে। আকাশে মেঘের পরে রোদ উঠে, প্রকৃতিতে ফুল ফুটে, ঝরে যায়,আবার নূতন করে শুরু হয় পালাবদল। দীর্ঘ পথেরও শেষ ষ্টেশন থাকে। আমার মান অভিমান আছে সমাধান আছে। আমি মানুষ হলেও প্রকৃতির নিয়মেই আমাকে চলতে হয়,কিন্তু ভালবাসা তাদের থেকে আলাদা।
______তাহলে,ভালবাসার শেষ কোথায়?

______মোঃ কামাল হোসেন

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages