Infotech Ad Top new
Infotech ad post page Top

অচিনপুর_____
জানি তুমি ফিরে হয়তো আসবেনা, ভালবাসবেনা______
অনেক কষ্টের মাঝেও পায়না তোমার সান্তনা।
তবুও ভালবাসি তোমায়,,!
বেদনার বিবর্ণ রূপের মাঝে কেনইবা আসবে তুমি,,,!
কি দায় পড়েছে তোমার,,!
সব দায়তো কেবল আমারি______
কারন, আমি যে ভালবাসি তোমায়।
তবে,,!
তুমি সেখানেই থাকো,,!
যেখানে পড়ে রয়েছে তোমার অতৃপ্ত ভালবাসা।
তোমার আশা আকাঙ্খা সব,,,সবকিছু______
একটু ভাবলাম,!
মন বলল.!
ভালবাসা মানে বুঝো?
ভালবাসা মানে_না পাওয়ার বেদনা?
ভালবাসা মানে_হারানোর ব্যর্থতা?
ভালবাসা মানে_হৃদয়ের রক্তক্ষরণ?
ভালবাসা মানে_কারো জন্য মন খারাপ হওয়া ?
ভালবাসা মানে_কাউকে বার বার মনে পড়া ?
ভালবাসা মানে_কারো সংগে নিজের মতের মিল হওয়া?
ভালবাসা মানে_রুচির মিল !! সখের মিল হওয়া?
ভালবাসা মানে_কল্পনার সাগরে ডুবে যাওয়া?
তাতে কি হয়েছে,,!
তবুও ভালবাসি তোমায়।
কখনো পাবো না তোমায়,,!
ছুটে যাই মরীচিকায়______
তোমায় পাবো এই আশায় পাইনা তোমায় কোথাও,
ফিরে আসি বাস্তবতায় কখনো পাবো না তোমায়। জানি ... ... তবুও ফিরে পাবার স্বপ্ন খুঁজে মন______
তোমাই পাবার আশায়।
আজ শুধু চোখের জ্বলে খুঁজি সান্তনা,,!
এই আমি,!
ক্লান্ত এখন খুঁজে খুঁজে তোমার ঠিকানা,
মন-যে তোমার অচিনপুরে,,,!
আমার অতীত বলে কিছু নেই_____
আছে কিছু স্মৃতি,,,,,,,,,,,,,বেদনা ভরা।
আমার ফাগুন বলে কিছু নেই,
আছে,,,,,,,,,,,,, এক চিলতে ভালবাসা।
যেটুকু তুমি দিয়েছো আমায়,,!
হয়তো ছিলো,"না" করলেই নয়.......__
চিলতে হলেও আমার কাছে ছিল পাহাড় সমান।
অভিমান করেছি, বুঝেছো, যানতে চাওনি কখনো,,!
কি করে চাইবে,!
তোমার সীমারেখা-তো...........!!!
তবে,যাও চলে যাও, পিছু ডাকবনা তোমাই।
একদিন জানবে তুমি______
হঠাৎ চলে গেছি পৃথিবী ছেড়ে,
বুকভরা অভিমান নিয়ে এই বুকের ভেতরে।
_______মো: কামাল হোসেন
Infotech Post Bottom Ad New
Author Details
ইনফোটেকলাইফ.কম এর তালিকা ভুক্ত একজন লেখক ও কলামিস্ট।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
No comments:
Post a Comment