অচিনপুর - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

অচিনপুর

অচিনপুর

Share This

অচিনপুর_____

জানি তুমি ফিরে হয়তো আসবেনা, ভালবাসবেনা______
অনেক কষ্টের মাঝেও পায়না তোমার সান্তনা।
তবুও ভালবাসি তোমায়,,!
বেদনার বিবর্ণ রূপের মাঝে কেনইবা আসবে তুমি,,,!
কি দায় পড়েছে তোমার,,!
সব দায়তো কেবল আমারি______
কারন, আমি যে ভালবাসি তোমায়।
তবে,,!
তুমি সেখানেই থাকো,,!
যেখানে পড়ে রয়েছে তোমার অতৃপ্ত ভালবাসা।
তোমার আশা আকাঙ্খা সব,,,সবকিছু______
একটু ভাবলাম,!
মন বলল.!
ভালবাসা মানে বুঝো?
ভালবাসা মানে_না পাওয়ার বেদনা?
ভালবাসা মানে_হারানোর ব্যর্থতা?
ভালবাসা মানে_হৃদয়ের রক্তক্ষরণ?
ভালবাসা মানে_কারো জন্য মন খারাপ হওয়া ?
ভালবাসা মানে_কাউকে বার বার মনে পড়া ?
ভালবাসা মানে_কারো সংগে নিজের মতের মিল হওয়া?
ভালবাসা মানে_রুচির মিল !! সখের মিল হওয়া?
ভালবাসা মানে_কল্পনার সাগরে ডুবে যাওয়া?
তাতে কি হয়েছে,,!
তবুও ভালবাসি তোমায়।
কখনো পাবো না তোমায়,,!
ছুটে যাই মরীচিকায়______
তোমায় পাবো এই আশায় পাইনা তোমায় কোথাও,
ফিরে আসি বাস্তবতায় কখনো পাবো না তোমায়। জানি ... ... তবুও ফিরে পাবার স্বপ্ন খুঁজে মন______
তোমাই পাবার আশায়।
আজ শুধু চোখের জ্বলে খুঁজি সান্তনা,,!
এই আমি,!
ক্লান্ত এখন খুঁজে খুঁজে তোমার ঠিকানা,
মন-যে তোমার অচিনপুরে,,,!
আমার অতীত বলে কিছু নেই_____
আছে কিছু স্মৃতি,,,,,,,,,,,,,বেদনা ভরা।
আমার ফাগুন বলে কিছু নেই,
আছে,,,,,,,,,,,,, এক চিলতে ভালবাসা।
যেটুকু তুমি দিয়েছো আমায়,,!
হয়তো ছিলো,"না" করলেই নয়.......__
চিলতে হলেও আমার কাছে ছিল পাহাড় সমান।
অভিমান করেছি, বুঝেছো, যানতে চাওনি কখনো,,!
কি করে চাইবে,!
তোমার সীমারেখা-তো...........!!!
তবে,যাও চলে যাও, পিছু ডাকবনা তোমাই।
একদিন জানবে তুমি______
হঠাৎ চলে গেছি পৃথিবী ছেড়ে,
বুকভরা অভিমান নিয়ে এই বুকের ভেতরে।

_______মো: কামাল হোসেন


No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages