এবার তাহলে হিলারী ক্লিনটনের মুখ হতেই শুনুন আইএস(IS) ও আল কায়েদাকে কে সৃষ্টি করল! - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

এবার তাহলে হিলারী ক্লিনটনের মুখ হতেই শুনুন আইএস(IS) ও আল কায়েদাকে কে সৃষ্টি করল!

এবার তাহলে হিলারী ক্লিনটনের মুখ হতেই শুনুন আইএস(IS) ও আল কায়েদাকে কে সৃষ্টি করল!

Share This
আজ সারা বিশ্বে সন্ত্রাসবাদের সাথে মুসলমানদের জড়িয়ে দেওয়া হচ্ছে তার মুলে কারা রয়েছে তা জানার জন্য আপনাকে বেশী খোঁজ করা লাগবেনা। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও মুলধারার গণমাধ্যমগুলো একটি খবর বরাবর চেপে গেছে এবং এখনও চেপে যাচ্ছে যে, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নমিনী হিলারী রডহ্যাম ক্লিনটন একসময় জনসম্মুখে স্বীকার করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র সরকারই  আইএস ও আল কায়েদার মত সন্ত্রাসী সংগঠন গুলোতে সরসাসরি অর্থায়ন করেছে।  প্রতিদিনই আমারা যখন খবরের কাগজ পড়ি বা মিডিয়ার খবর শুনি তাতে দেখি আইএস এর সাথে যুদ্ধ ও তাদের নৃশংসতা খবর।  কিন্তু মুলধারার গণমাধ্যমগুলো জনস্মুখে একথা বলেনা যে, ইউনাইটেড স্টেট আব আমেরিকা কখনই আইএসএর সাথে যুদ্ধ করেনি বরং তারা তাদের কার্যকলাপকে সমর্থন দিয়েগেছে এমনকি গোপনে তাদের অর্থ সহায়তাও করেছে।  প্রমান চান হিলারী ক্লিনটনের ক্লিনটন ফাউন্ডেসনের অর্থ ডোনার কারা তা একবার ইন্টারনেটে সার্চ দিয়ে দেখুন আপনার চোখ স্থির হয়ে যাবে।  আপনারা হয়ত বলবেন আমি হয়ত বা গালগল্প করছি আপনাদের সামনে।  নিচের ভিডিওটি শুনলেই আপনার নিকট পানির মত সবকিছু পরিস্কার হয়ে যাবে।  একমাত্র রাশিয়াকে রুখতেই সুন্নী মুসলমানদের ঢাল হিসেবে ব্যবহার করে কিভাবে যুুগে যুগে তারা অন্য দেশে বিরুদ্ধে প্রক্সি ওয়ার চালিয়ে এসেছে।  আর ধমীয় উন্মাদনায় উন্মত্ত মুসলমানরা কিভাবে এই মার্কিনীর দাবার গুটি হয়ে তাতে আত্মাহুতি দিচ্ছে।  দেখুন আর  শুনুন তাহলে নিচের ভিডিও টি-----



ভিডিওটিতে তিনি বলছেন, “ আমাদের মনে রাখার দরকার যে লোকগুলোর সাথে আমরা আজ যুদ্ধ করছি বিশ বছর আগে আমরাই তাদের অর্থ যোগান দিয়েছিলাম।”
আমার নিকট যে, জিনিসটা অদ্ভত লাগে তা হল একথাগুলো বলার সময় তিনি অনেকটা গর্বভরে এই কথাগুলো বলছিলেন, তার মধ্যে এতটুকু ভাষাগত সতর্কতা বা অনুশোচনা আমি লক্ষ করিনি।   অথচ তাদের এই কার্যকলাপের কারনে আজ পৃথিবী আজ এত বিভিষীকাময়। এত রক্ত এত প্রানহানি।  আজ তাদের বদৌলতেই সিরিয়া পৃথিবীর বুকে এক জীবন্ত নরক। 
প্রকৃতপক্ষে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন এই কথা অকপটে স্বীকার করেই নিলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রই পৃথিবীর বড় বড় সন্ত্রাসী সংগঠনগুলোর অর্থ ও অস্ত্রের যোগান দাতা।


No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages