Browser এ বাংলা লেখাগুলো দেখতে এলোমেলো মনে হচ্ছে? এবার নিজেই করুন সমাধান। - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

Browser এ বাংলা লেখাগুলো দেখতে এলোমেলো মনে হচ্ছে?  এবার নিজেই করুন সমাধান।

Browser এ বাংলা লেখাগুলো দেখতে এলোমেলো মনে হচ্ছে? এবার নিজেই করুন সমাধান।

Share This
এক সময় ছিল যখন Web Browsers গুলিতে বাংলা ফন্ট দেখাই যেত না।  তবে লেখায় ইউনিকোড এর প্রচলন হওয়ায় এখন এ বিষয়টি অনেক সহজ হয়ে গেছে।  বিভিন্ন ফন্টের সামান্য কিছু ত্রুটি-বিচ্যুতির কারনে এখনও আমরা ব্রাউজারে বাংলা লেখাতে কিছুটা এলোমেলো ভাব লক্ষ করি।  যারা বিষয়টি পরিষ্কারভাবে জানি না তাদের মাঝে মধ্যে বাংলা ফন্ট নিয়ে সমস্যায় পড়তে হয়।  অনেক সময় ওয়েবসাইটের বাংলা লেখাগুলি মাঝে মাঝে ভাঙ্গা ভাঙ্গা দেখা যায়।  এই পোস্টটি তাদের জন্য যারা ওয়েব জগতে একদম নতুন কিংবা হেলা করে বিষয়টি অগুচরে রয়ে গেছে। আপনি এই পোষ্টটি থেকে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় Mozilla Firefox এবং Google Chrome এবং Opera  ব্রাউজারে পরিষ্কার ও ঝক ঝকে বাংলা ফন্ট দেখতে পাবেন।

যেহেতু ইনফোটেকলাইফ একটি বাংলা ব্লগ,  সেহেতু আমার ব্লগের কথা চিন্তা করে এই পোষ্টটি দিতে হচ্ছে।  কারণ অনেকে যখন আমার ব্লগটি ভিজিট করেন তারা বলে থাকেন যে, বাংলা ফন্টগুলি পরিষ্কার দেখা যাচ্ছে না।  কাজেই যাতে বাংলা ফন্ট দেখতে যাতে কোন প্রকার সমস্যা না হয় তাদের জন্য এই পোষ্ট।  এই পোষ্টটি থেকে গুগলসহ যে কোন সাইটের বাংলা লেখা পরিষ্কার এবং ঝক ঝকে দেখতে পাবেন। এখানে Mozilla Firefox এবং Google Chrome দুটি Browser এর বাংলা ফন্ট সমস্যার সামাধান করার পদ্ধতী দেখাবো।
 

Mozilla Firefox ব্রাউজারের বাংলা ফন্ট সমস্যার সমাধানঃ

 বাংলা ফন্ট এর জগতে দুটো বিশ্বস্ত নাম হল SolimanLip  এবং Siyam Rupali এই দুটি ফন্ট যদি আপনার ব্রাউজারে প্রথম ও দ্বিতীয় অপশনে সেট আপ দেওয়া থাকে তবে আমি গ্যারান্টি বলতে পারি আপনারে আর বাংলা লেখা এলোমেলো দেখাবেনা। 
  • প্রথমে এইখানে ক্লিক করে SolimanLip ফন্টটি ডাউনলোড করে নিন।  এবং তা আপনার কম্পিউটারে ইনস্টল করে নিন।
  • তারপর এখান থেকে ‍Siyam Rupali ফন্টটি ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করে নিন। (নোটঃ যে যত প্রকার ফন্টের কথা বলুক না কেন ওয়েব ব্রাউজারে বাংলা ফন্ট দেখার জন্য Siyam Rupali ফন্টই সবচাইতে ভালো)।
  • তারপর Mozilla Firefox ব্রাউজার Open করুন।
 
  • এখন Browser এর ম্যানুবার থেকে উপরের চিত্রের ডান কোণের আইকন টির উপর ক্লিক করুন অথবা পুরোনো ভারসন হলে Tools > Option > Content এ ক্লিক করুন।  নিচের চিত্রটি দেখতে পাবেন।-
  • তারপর বাম পাশে Content অপশনে ক্লিক করুন দেখবেন পাশে উপরের ছবির মত একটি পেজ দেখতে পাবেন।  ডান পাশে Advanced অপশনের উপর ক্লিক করুন।  উপরের এই চিত্রটি হচ্ছে Mozilla Firefox এর সর্বশেষ ভার্সন 40.0 এর চিত্র। আপনি অন্য কোন ভার্সনের ট্রাই করলে চিত্রটি হয়তো ভিন্ন হতে পারে কিন্তু অপশন ঠিক একই হবে। (নোটঃ Mozilla Firefox এর এ যাবৎ যতগুলি ভার্সন বের হয়েছে তার মধ্যে 37.0 হচ্ছে সব চাইতে ভালো। এ ভার্সনটিতে দ্রুত লোড নেয়ার পাশাপাশি ভাল ইন্টারফেস পাওয়া যায়। আপনি ইচ্ছে করলে এখান থেকে 37.0 ভার্সনটি ডাউনলোড করে নিতে পারেন)।  যাই হোক, আপনি এখন নিচের সাব-উইন্ডোটি দেখতে পাবেন।  নীচে যে ভাবে দেখানো আছে সেই ভাবে সিলেক্ট করে নিন এবং সব শেষে OK বাটনে ক্লি করে বেরিয়ে আসুন।

  এখন দেখুন আপনার ব্রাউজারে কত সুন্দর বাংলা লেখা দেখা যায়।

Google Chrome ব্রাউজারের বাংলা ফন্ট সমস্যার সমাধানঃ

প্রথমে Google Chrome ব্রাউজার অপেন করলে ব্রাউজারের উপরের ডান পাশের কোনায় নিচের চিত্রটি দেখতে পাবেন



  • উপরের চিত্রে মার্ক করা বাটন হতে Settings অপশনে ক্লিক করুন।
  • তারপর একদম নিচের দিক হতে Show advanced Settings অপশনে ক্লিক করলে নিচের দিকে এই ছবিটির মত অপশন দেখতে পাবেন। 
 
  •  এখানে Custom Fonts অপশনে ক্লিক করলে নিচের চিত্রটি দেখতে পাবেন।

  • এখানে উপরের চিত্রের মত সবগুলি ফন্ট সিলেক্ট করে দিয়ে সর্বশেষ Encoding অপশনে Unicode (UTF-8) সিলেক্ট করে দেন।
  • এতটুকু করলে আপনার ব্রাউজারে পরিষ্কার ও ঝক ঝকে বাংলা ফন্ট দেখতে পাবেন।

Opera ব্রাউজারের বাংলা ফন্ট সমস্যার সমাধানঃ

  • প্রথমে Opera ব্রাউজার Open করুন।
  • Browser এর ম্যানুবার থেকে Settings এ ক্লিক করলে নিচের চিত্রটি দেখতে পাবেন।

  •  তারপর উপরের চিত্র হতে Website > Customize Fonts এ ক্লিক করলে নিচের চিত্রটি দেখতে পাবেন।

  •  এখানে উপরের চিত্রের মত সবগুলি অপশনে ফন্ট সিলেক্ট করে দিয়ে সর্বশেষ Encoding অপশনে Unicode (UTF-8) সিলেক্ট করে দেন।

Google এবং Yahoo সার্চে পরিষ্কার বাংলা ফন্ট দেখার জন্যঃ

  • প্রথমে এখান থেকে Font Fixer সফটওয়ারটি ডাউনলোড করুন।
  • এখন সফটওয়ারটি Open করলে নিচের চিত্রটি দেখতে পাবেন।

  •  এখানে Siyam Rupali ফন্ট সিলেক্ট করে নিচের Fix It বাটনে ক্লিক করে কম্পিউটার Restart করুন। এখন থেকে ওয়েব এর সকল জায়গায় আপনি বাংলা ফন্ট পরিষ্কার দেখতে পাবেন।  সকলে ভাল থাকবেন, পরবর্তী পোস্টের অপেক্ষায় থাকার জন্য আপনাদের অনুরোধ জানিয়ে আজকের মত বিদায়।  আল্লাহ হাফেজ।

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages