আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লা.....
সাবইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক
সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার দ্বিতীয় টিউনটি শুরু করতে যাচ্ছি ।
আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ফটোশপে সঠিক ভাবে সঠিক মাপে আপনার ছবি রিজাইজ করবেন?
প্রথমে আপনার ফটোশপ টি ওপেন/চালু করুন এরপুর ফটোশপের ফাইল ওপশন থেকে ওপেন ক্লিক করে আপনার কম্পিউটার নিদিষ্ট ছবি টি ক্লিক করুন

এবার আপনার ক্রোপ টুলস ব্যবহার করে নির্দিষ্ট সাইজে/মাপ বসিয়ে নিন
এবার নির্দিষ্ট সাইজে ছবির জন্য ছবির দৈর্ঘ ও প্রস্থ সঠিক ভাবে নির্ধারন করতে হবে সাধারনত পাসপোর্ট সাইজের ছবি সঠিক আকারে পাবার জন্য আপনার যে সাইজ/মাপ ব্যবহার করে থাকি সেটি বসিয়ে নিয়? যেমন: দের্ঘ 49 mm এবং প্রস্থ 39mm এবং রেজুলেশন গুরুত্বপূর্ন একটি বিষয় যা ছবির সাইজ বা এমবি হিসেবে ব্যবহার বা জায়গা দখল করে থাকে সে ক্ষেত্রে আমরা রেজুলেশন 300 পিকজেল ব্যবহার করব।
এবার করপ টুলস মনে আছে তো? না ভূলে গেলেন ? বূলে গেলে চলবে না কারন এর ব্যবহার এবার আসার নিশ্চিত করার পালা
এবার করপ টুলস ব্যবহার করে ছবিটি কেটে নিব?
এবার যতটুকু প্রয়োজন ততটুকু মার্ক করে এন্টার বাটন প্রেস কুরুন বেস পেয়ে গেলেন পাসপোর্ট সাইজের ছবি ?
সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা যানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ।
আল্লাহ হাফেজ
No comments:
Post a Comment