পিএসসি এবং এবতেদায়ী পরীক্ষার সময়সুচী-২০১৬ঃ
প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং এবতাদায়ী শিক্ষা-২০১৬ সালের পরীক্ষা ২০ শে নভেম্বর ২০১৬ ইং তারিখে অনুষ্ঠিত হবে এবং তা ২৭ শে নভেম্বর ২০১৬ ইং তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৬-এর জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো: হুমায়ুন খালিদ, অতিরিক্ত সচিব মো: নজরুল ইসলাম খান ও অতিরিক্ত সচিব মো: আকরাম আল হোসেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আলমগীর, জাতীয় প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ একাডেমীর (ন্যাপ) মহাপরিচালক মো:ফজলুর রহমান ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরীবিক্ষণ ইউনিটের মহাপরিচালক জিয়াউদ্দিন আহমেদ। PSC এবং Ebtedayi পরীক্ষা ২০১৬ সকাল ১১.০০ টায় শুরু হয়ে দুপুর ১.৩০ টা পর্যন্ত অব্যহত থাকবে অর্থাৎ পরীক্ষার সময় ২:৩০ ঘন্টা। মন্ত্রী জানান, ২০১৫ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২৯ হাজার ৭শ ৬৪ জন, পাশের হার ছিল শতকরা ৯৮ দশমিক ৫২ এবং ইবতেদায়িতে পরীক্ষার্থী ছিল ২ লাখ ৬৪ হাজার ১৩৪ জন। পাশের হার ছিল শতকরা ৯৫ দশমিক ১৩। এবছর প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষা সম্ভাব্য পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ লাখ ৪৫ হাজার। এরমধ্যে প্রাথমিকে ৩১ লাখ ২৫ হাজার এবং ইবতেদায়িতে তিন লাখ ২০ হাজার শিক্ষার্থী। উল্লেখ্য একবার প্রাথমিক সমপনী পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হওয়ার পর নানা নাটকীয়তার মধ্যে এই বছর আবার এই পরীক্ষা বহান সিদ্ধান্ত আসে। ।প্রাথমিক সমাপনী পরিক্ষা এবং এবতেদায়ী পরীক্ষা সম্পর্কে আরও অতিরিক্ত তথ্য জানতে চাইলে Directorate of Primary Education(DPE) এর ওয়েব সাইট www.dpe.gov.bd যান। পেয়ে যাবেন-PSC and Ebtedayi Exam Routine-2016 নীচের লিংক থেকে ডাউনলোড করুন।
Download
প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষা-২০১৬ ইং সময় সুচী
বিষয়
|
তারিখ
|
সময়
|
ইংরেজী
|
২০/১১/২০১৬
ইং (রবিবার)
|
সকাল
১১:০০ টা হতে দুপুর ১:৩০ টা
|
বাংলা
|
২১/১১/২০১৬ ইং (সোমবার)
|
সকাল ১১:০০ টা হতে দুপুর
১:৩০ টা
|
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
|
২২/১১/২০১৬ ইং (মঙ্গলবার)
|
সকাল
১১:০০ টা হতে দুপুর ১:৩০ টা
|
প্রাথমিক বিজ্ঞান
|
২৩/১১/২০১৬ ইং (বুধবার)
|
সকাল ১১:০০ টা হতে দুপুর
১:৩০ টা
|
ধর্ম ও নৈতিক শিক্ষা
|
২৪/১১/২০১৬
ইং (বৃহষ্পতি)
|
সকাল
১১:০০ টা হতে দুপুর ১:৩০ টা
|
প্রাথমিক গণিত
|
২৭/১১/২০১৬ ইং (রবিবার)
|
সকাল ১১:০০ টা হতে দুপুর
১:৩০ টা
|
এবতেদায়ী শিক্ষা সমাপণী পরীক্ষা-২০১৬ ইং সময় সুচী
বিষয়
|
তারিখ
|
সময়
|
ইংরেজী
|
২০/১১/২০১৬ ইং (রবিবার)
|
সকাল ১১:০০ টা হতে দুপুর ১:৩০ টা
|
বাংলা
|
২১/১১/২০১৬ ইং (সোমবার)
|
সকাল
১১:০০ টা হতে দুপুর ১:৩০ টা
|
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
|
২২/১১/২০১৬
ইং (মঙ্গলবার)
|
সকাল ১১:০০ টা হতে দুপুর ১:৩০ টা
|
আরবী
|
২৩/১১/২০১৬
ইং (বুধবার)
|
সকাল
১১:০০ টা হতে দুপুর ১:৩০ টা
|
কুরআন ও তাজবীদ এবং
আকাঈদ ও ফিকহ্
|
২৪/১১/২০১৬ ইং (বৃহষ্পতি)
|
সকাল ১১:০০ টা হতে দুপুর ১:৩০ টা
|
প্রাথমিক গণিত
|
২৭/১১/২০১৬
ইং (রবিবার)
|
সকাল
১১:০০ টা হতে দুপুর ১:৩০ টা
|
3 comments:
http://www.ecare24bd.com/bangladesh-information-general-knowledge/
Knowledge
Largest Online Education Network in bangladesh
Post a Comment