কম্পিউটারে বাংলা লেখার রাজকীয় সফটওয়ার বিজয় বায়ান্ন ২০১২ প্রি-এক্টিভেটেড ভারসন এবং ২০১৪ ফূল ভার্সন একদম ফ্রি। - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

কম্পিউটারে বাংলা লেখার রাজকীয় সফটওয়ার বিজয় বায়ান্ন ২০১২ প্রি-এক্টিভেটেড ভারসন এবং ২০১৪ ফূল ভার্সন একদম ফ্রি।

কম্পিউটারে বাংলা লেখার রাজকীয় সফটওয়ার বিজয় বায়ান্ন ২০১২ প্রি-এক্টিভেটেড ভারসন এবং ২০১৪ ফূল ভার্সন একদম ফ্রি।

Share This
আপনারা নিশ্চয় ভুলে গেছেন মোস্তফা জব্বারের বিজয় (Bijoy 52 Software)সফটওয়ারটি কথা? হা পাঠকবৃন্দ ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এখন কম্পিউটারে বাংলা লেখার অনেক সফটওয়ার বেরিয়েছে কিন্তু আপনারা হয়ত জানেন এমন একটা সময় ছিল কম্পিউটারের বাংলা লেখার সফটওয়ার বললে একমাত্র মোস্তফা জব্বারের বিজয় (Bijoy 52 Software)সফটওয়ারকেই বোঝান হত। অফিস আদালতের কাজ তখন এই মোস্তফা জব্বার স্যারের বিজয় (Bijoy 52 Software)সফটওয়ার দ্বারাই হত। এমনকি এখন ও অনেক কাজ এই বিজয় দিয়েই হয়। অবশ্য পুর্বে এই বিজয় সফটওয়ার দিয়ে ইনটারনেটে লেখা যেত না। কারন তখনও ইউনিকোডে(Unicode) বাংলা লেখা আরম্ভ হয়নি। এসকি কোড(Ascii Code) দিয়ে বাংলা লিখলে তার ক্যারেক্টার চেন্জ হয়ে যেত।  এখন অবশ্য অভ্র(Avro) সহ আরও কতকগুলো বাংলা লেখারি ইউনিকোড সফটওয়ার আছে। যা দিয়ে আপনি অতি সহজেই বাংলা লিখতে পারবেন। তথাপি বিজয়ের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি। সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের শ্রদ্ধেয় স্যার মোস্তফা জব্বার এই বাংলা লেখার সফটটিকে আপগ্রেড(Upgrade) করেছেন। একই সাথে এসকি কোড(Ascii Code) এর পাশা-পাশি ইউনিকোড(Unicode) এর সমন্বয় করেছেন।  অনেকেই হয়তবা বলতে পারেন অভ্র থাকতে বিজয় আর কেন? আমি বলব বিজয় সফট এর আর কোন সফট এর তুলনা হয় না। বিজয় কী বোর্ড লে-আউট বাংলাদেশের সবচেয়ে পরিচিত ও বহুল ব্যবহৃত লে-আউট। যা দিয়ে আমরা অনেকেই লিখতে অভ্যস্থ্।  এটি দিয়ে আপনি পুর্বে র এসকি(Ascii Code) কোড ব্যবহার করে অফিস আদালতের কাজ যাতে সুতন্নি(Sutonny MJ) ফন্ট ব্যবহৃত হয় তা লিখতে পারবেন। আবার একই সাথে ইউনিকোড অপশন ব্যবহার করে অনলাইনেও লিখতে পারবেন। যেমন আমার এই লিখাটি ও মোস্তফা জব্বারের বিজয় দিয়ে লেখা। 

অনেকেই বলবেন, মোস্তফা জব্বারের বিজয় কিনতে তো টাকা লাগে, যেখানে অভ্র(Avro) আমাদের এই সুবিধা দিচ্ছে একদম ফ্রি! আমি বলব, হ্যাঁ একথা সত্য বিজয় সফটওয়ারটি কিনতে টাকা খরচ করতে হয়। কিন্তু আমাদের বাংলাদেশের অনেক মেধাবী আছেন যাাঁরা এটাকে হ্যাক করে চালাচ্ছেন। তাই আপনি ই বা কেন এই সুযোগ থেকে বাদ পড়বেন। আজকে আমি আপনাদের বিজয় সফটটির ফূল ভারসন হ্যাক শেয়ার করব। প্রথমটি ফুল প্রি-এক্টিভেটেড এবং দ্বিতীয়টি ফুল-ভারসন উইথ লাইসেন্স কী? তো আর দেরী কেন  আপনার পছন্দ অনুযায়ী এখনই নামিয়ে নিন যে কোন একটি। 



বিজয় বায়ান্ন সাইলেন্ট ভার্সন

http://www.mediafire.com/download/aj9qkp4d33v4dno/BijoyBayanno_2O14.zip

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages