এবার আপনার কম্পিউটার হার্ডডিস্ক হবে পরিস্কার, আপনার কম্পিউটার পাবে রকেট গতি, এখুনি নামিয়ে নিন এই মুল্যবান সফটওয়ারটি! - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

এবার আপনার কম্পিউটার হার্ডডিস্ক হবে পরিস্কার, আপনার কম্পিউটার পাবে রকেট গতি, এখুনি নামিয়ে নিন এই মুল্যবান সফটওয়ারটি!

এবার আপনার কম্পিউটার হার্ডডিস্ক হবে পরিস্কার, আপনার কম্পিউটার পাবে রকেট গতি, এখুনি নামিয়ে নিন এই মুল্যবান সফটওয়ারটি!

Share This
সবাইকে ইনফোটেকলাইফ.কম এর পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা আর ভালবাসা রইল। আজ একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। জনাব রহমান সাহেব একজন শিক্ষক, তার একটি ল্যাপটপ সম্প্রতি তিনি বিদ্যালয় থেকে পেয়েছেন, কিন্তু সমস্যা হল বেশ কিছু দিন যাবত তিনি লক্ষ্য করছেন তার ল্যাপটপটি সেই আগের মত আর ভাল সার্ভিস দিচ্ছেনা। মাঝে মাঝে হ্যাং হয়ে যায়। আবার হ্যাং না হলেও তা স্লো হয়ে গেছে। তিনি এখন কি করবেন? তিনি সম্ভবতঃ তার ল্যাপটপটি নিয়ে সার্ভিসিং এ পাঠাবেন। পয়সা কামানোর ধান্দায় যে বা যিনি তার ল্যাপটপটি সার্ভিসিং করবেন তিনি হয়তবা তার ল্যাপটপটিতে আরও কিছুটা র‌্যাম জুড়ে দিবেন। কিন্তু তার পরেও কি আপনার সমস্যা সমাধান হবে? না কারন কিছুদিন পর দেখবেন, আবার যা ছিল তাই। সমস্যাটা তা হলে কোথায়? সমস্যা হল আপনি কম্পিউটার চালাচ্ছেন আপনার অন্তরালে কম্পিউটারে প্রচুর টেম্পরারি ফাইল জমা হচ্ছে, ইন্টারনেট ব্রাউজ করেছেন, তার ক্যাশ(Cache), কুকিজ (cookies) জমা হয়েছে যা আপনি হয়তবা জানেন না, অনেক সফটওয়ার হয়তবা ইনস্টল বা আন-ইনস্টল করেছেন কিন্তু এর কিছু আন ইউজড ফাইল হয়তবা আপনার অলক্ষেই জমা হয়েছে। আপনার অলক্ষেই অনেক সফট কমিউটার স্টার্ট হওয়ার সময় রান হচ্ছে যা নীরবে আপনার কম্পিউটার কে স্লো করে দিচ্ছে। তাহলে এ সমস্যা থেকে আপনি মুক্ত হবেন কি করে। কি করবেন জনাব রহমান?  এ সমস্যা থেকে মুক্ত হতে আপনাকে একটি পিসি অপটিমাইজেশন ‍সফটওয়ার ব্যবহার করতে হবে। অনলাইনে আপনি অনেক পিসি ক্লিনার এবং অপটিমাইজেশন সফটওযার পাবেন। কিন্তু এগুলো  কতকগুলো নির্ভযোগ্য? তা আপনার কম্পিউটারকে কতখানি ফাস্ট করবে? হ্যাঁ এখানে সন্দেহ কিছুটা থেকেই যায়। আজ আমি আপনাদের একটি পিসি ক্লিনার ও পিসি অপটিমাইজেশন সফটওয়ার দেব যা দিয়ে আপনার কম্পিউটার হবে আগের ন্যায় ফাস্ট! আপনারা হয়তবা এর মধ্যই একটি ধারনা করেছেন, সফটওয়াটির নাম হল, সি-ক্লিনার(C Cleaner)। সি-ক্লিনার(C Cleaner) হল পৃথিবীর এক নম্বর পিসি ক্লিনার সফওয়ার। এটি আপনার কম্পিউটারের প্রাইভেসি(Privacy) রক্ষা করে এবং আপনার কম্পিউটারকে আরও ফাস্ট ও নিরাপদ করবে। এটি এমনই একটি পিসি ইউলিটি সফট্ যার একটি ক্লিকের মাধ্যমে আপনার কম্পিউটারের যাবতীয় অকেজো ফাইলসমুহ পরিস্কার করবে এবং আপনার কম্পিটারকে অপটিমাইজড করে গতি বাড়িয়ে দেবে। আসুন তাহলে জেনে নিই এটি কেন আপনি ব্যবহার করবেন।

এটি আপননার কম্পিউটারকে ফাস্ট করবেঃ
বেশি দিন ব্যবহার করার ফলে আপনার কম্পিউটারে প্রচুর অব্যবহৃত ফাইল জমা হয় এবং তা আপনার হার্ডডিস্ক এর জায়গা ও র‌্যাম দখল করে ফলে তার আপনার কম্পিউটারকে স্লো করে ফেলে। সি-ক্লিনার(C Cleaner) আপনার কম্পিউটারের এসকল অব্যবহৃত ফাইলসুমহ কে মুছে দিয়ে আপনার কম্পিউটারের হার্ডডিস্ক স্পেস ও র‌্যাম এর কার্য ক্ষমতা বাডিয়ে দিয়ে গতিকে তরান্বিত করে।

অনলাইনে আপনার বিচরণকে নিরাপদ করে:
আপনি যখন অনলাইনে অর্থাৎ ইন্টারনটে বিচরন করেন তখন আপনার অজান্তেই বিভিন্ন সাইট ও বিজ্ঞাপনদাতা সংস্থা তাদের ব্যবসার খাতিরে আপনার গতি বিধি ও আপনার আচরণ পর্যবেক্ষন করে যা আপনার গোপনীয়তা অন্যের নিকট প্রকাশ করে দিতে পারে। এটা থেকে উদ্ধার পাওয়ার জন্য ও এ সফটওয়ারটির জুড়ি নেই।

পিসি এররস্ ও ক্র্যাশ হতে  রক্ষা করেঃ
অনেক সময় আপনার পিসি ব্যবহারে কখনো কখনো রেজিস্ট্রি ফাইল সমুহ মুছে যায় বা ক্ষতিগ্রস্থ হয় যার ফলে আপনার সিস্টেম ক্র্যাশ করতে পারে এ থেকে রক্ষা পেতে  এ সফটিতে রেজিস্ট্রি ক্লিনার নামে একটি অপশন আছে, যার দ্বারা আপনি আপনার কম্পিউটারকে সিস্টেম ক্র্যাশ হতে রক্ষা করতে পারবেন।

আপনার পিসি স্টার্ট আপ (Start up) টাইম কমিয়ে দেয়ঃ
 আপনি যখন আপনার কম্পিউটারটি স্টার্ট করেন তখন আপনার অলক্ষ্যেই কম্পিউটারে অনেক প্রগ্রাম রান করে যা আপনার কম্পিউটারকে স্লো করে দেয়। সি-ক্লিনার(C Cleaner) দ্বারা আপনি সহজেই আপনার অলক্ষ্যে রান করা প্রগ্রামগুলো দেখতে পারবেন এবং তা ডিজেবল করে দিতে পারবেন। যার ফলে আপনার কম্পিউটার দ্রুত সময়ের মধ্যে স্টার্ট হবে।


এতক্ষনে নিশ্চয় আপনি এসফটওয়ারটির প্রেমে পড়ে গেছেন। সফটটির আসলেই দামি সফট, বিশ্বাস না হলে এসফটওয়ারটির ওয়েসাইট থেকে একবার ঘুরে আসুন। ভয় নেই আপনাদের টাকা দিয়ে এই মুল্যবান সফটটি কিনতে হবে না। আজ আমি আপনাদের সফটির ফুল বিজনেস ভারসন শেয়ার করব। এই পোস্টের নিচে দেওয়া লিংক হতে সফটওয়ারটি ডাউনলোড করে নিন। ডাউনলোড শেষ হলে নিচের ধাপসমুহ অনুসরণ করে একে ইনস্টল করেনিন।

ডাউনলোড শেষ হলে আপনি একটি রার ফাইল দেখতে পাবেন, এখানে ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন করুন, এর ভেতর ccsetup406.exe  নামে একটি সেট আপ ফাইল দেখতে পাবেন। এটি তে ডাবল ক্লিক করুন। উপরের ন্যায় একটি উইন্ডো দেখতে পাবেন। দেখানো মত উপরের অপশন হতে টিক আউট করে দিন।  এবং ইনস্টল(Install) বাটনে ক্লিক করুন।


উপরের ইমেজ দেখতে পাবেন। এখান থেকে ইনস্টল শেষে সফটওয়ারটির অটো রান বন্ধ করুন। এবং সব শেষে ফিনিশ(Finish) বাটনে ক্লিক করুন।

ইনস্টল প্রসেস শেষ হলো এখন আমরা এটি প্রো(Pro- version) অথবা বিজনেস(Busines version) ভারসন বানাবো। এজন্য আপনার ইন্টারনেট কানেকশন অন থাকলে তা অফ করে নিন। তার পর ডাউনলোড করা ফাইলের মধ্যে Fix Pro and Business নামে একটি ফোল্ডার দেখতে পাবেন। এতে ডাবল ক্লিক করুন। এতে আপনি দুটি ফাইল দেখতে পাবেন যে কোন একটি ওপেন করুন। আমি এখানে বিজনেস() ফাইল ওপেন করেছি।  এতে আপনি নামে branding.dll একটি ফাইল দেখতে পাবেন। এটি কপি করুন।  এবার আপনি ডেস্কটপে যান এখানে আপনার ইনস্টল করা সি-ক্লিনার(C Cleaner) আইকন দেখতে পাবেন। এখানে আপনার মাউসের ডান বাটনে ক্লিক করুন। open file location অপশনটিতে ক্লিক করুন । আপনি চলে যাবেন সেইখানে যেখানে আপনি সি-ক্লিনার(C Cleaner) নামক সফটটি ইনস্টল করেছেন। 


এখন আপনার কপি করা সেই ফাইলটি এখানে পেস্ট করে দিন। সাধারন এর ফাইল লোকেশনটি হল "C:\Program Files\CCleaner । এখানে কপি করার সময় আপনার নিকট হতে পারমিশিন(Permission) চাইতে পারে। এখানে কন্টিনিউ(Continue) বাটনে ক্লিক করুন। 


এখন আপনি সফলভাবে ফাইলটিকে পেস্ট করতে পেরেছেন। নীচের ইমেজ হতে দেখে নিন। আপনার সাথে মিলিয়ে নেন। এখন আবার ডেস্কটপে ফিরে যান এবং ডাবল ক্লিক করে সফটটিকে রান করুন। 


এখন এখানে আপনার নিকট সফটটি user name and License key  চাইবে।  ডাউনলোড করা ফাইলটির মধ্যে একটি  Read me first! নামক note pad  একটি ফাইল দেখতে পাবেন।  এটি ওপেন করলেই এখানটায় আপনি ইউজার নেম ও লাইসেন্স কি দেখতে পাবেন। এগুলো সেখানটায় বসিয়ে দিন। ব্যাস কাজ শেষ। আপনি সফলভাবে সফটওয়ারটিকে ফুল ভারসন করতে পেরেছেন।




C Cleaner Business Version full download

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages