- ২০০+ বিজনেস কার্ড টেমপ্লেট, ৩০০+ লোগো অবজেক্টস, ২০০০+ shapes এবং পুর্ব ডিজাইনকৃত গ্রেডিয়েন্ট স্টাইলস, টেক্সচার ইত্যাদি।
- কার্ড এডিট করার জন্য drawing এবং painting tools. টুলস যা আপনার কার্ডকে আরও আকর্ষণীয় করতে সাহায্য করবে।
- বিজনেস কার্ডকে অতি সহজেই প্রিন্ট করতে অথবা একে ইমেইজ ফাইলে সেভ করে রাখার সুবিধা।
- shadow, glow, reflection, belvel effects সাপোর্ট
Infotech Ad Top new
Infotech ad post page Top

দিন ও কালের গন্ডি পেরিয়ে মানুষ এখন তার নিজের পরিচিতিকে মানুষের সামনে ভিন্ন ভাবে প্রকাশ করে। কেউ প্রাসাদ পোদম অটালিকা তৈরী করে তাতে নিজের নাম খোদাই করে রাখে। কেউ বা আবার জীবন সায়াহ্নে কবরে মার্বেল পাথরে তার নাম খোদায় করে রেখে মানুষের কাছে স্মরনীয় হয়ে থাকতে চায়। কত বিচিত্র এ ধরাধামের বাসিন্দা আমরা। নিজেকে প্রকাশ করার কত বিচিত্র পন্থা আমরা যুগে যুগে রপ্ত করে রেখেছি। বর্তমান যুগে মানুষ পুর্বে মানুষের থেকে অনেক বেশী ব্যস্ত, অনেক বেশী সামাজিক। ব্যবসায়ী, সমাজকর্মী, রাজনৈতিক কর্মী, নাট্যকার, সেলেব্রিটি কত বিচিত্র পেশায় এখন মানুষ নিজেকে নিয়োজিত রেখেছেন। নিজেকে প্রকাশ বা নিজের পরিচিতি প্রকাশ করার নতুন উপায়ও মানুষ এখন অভিনব উপায়ে করে থাকে। বিজনেস কার্ড বা ব্যক্তিগত পরিচিতি কার্ড এর মধ্যে একটি। বতমান যুগের মানুষ হিসাবে নিশ্চয় আপনি একটি পেশায় নিয়োজিত আছেন! আপনি ও নিশ্চয় চান আপনার জন্য একটি কার্ড তৈরী করতে। হ্যাঁ প্রিয় পাঠক, আজ আমি আপনাদের জন্য একটি ছোট্ট সফটওয়ার নিয়ে এসেছি, যার সাহায্যে আপনি নিজে নিজে আপনার মনের মত করে প্রফেসনাল মানের একটি বিজনেস কার্ড তৈরী করতে পারবেন। সফটওয়ারটির নাম EximiousSoft Business Card Designer. প্রফেসনাল মানের বিজনেস কার্ড তৈরীর এটি একটি অত্যন্ত শক্তিশালী ও ছোট সফটওয়ার যার সাহায্যে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে আপনার মত করে নিজের জন্য বিজনেস কাড বানাতে পারবেন। প্রি-ডিজাইনড্ বিজনেস কার্ড টেমপ্লেট থেকে আপনার মনের মত একটি বাছাই করন, এত আপনার পছন্দমত টেক্সট দিন, আরও আকর্ষণীয় করতে বিভিন্ন লোগো থেকে আপনারটি সিলেক্ট করুন। আর তৈরী করুন আপনার কার্ড। এতে রয়েছে-
নিঃসন্দেহে এটি একটি দামী সফটওয়ার। বিশ্বাস না হলে একবার ঘুুরে আসুন এদের ওয়েবসাইট থেকে একবার ঢু মেরে আসুন। তো আর দেরী কেন, ডাউনলোড করে ফেলুন এই মুল্যবান সফটওয়ারটি। ডাউনলোড করতে নীচের বাটনটিতে ক্লিক করুন
Tags
# ডাউনলোড
# সফটওয়্যার
Share This

About Goljar- The Patroblogger
সফটওয়্যার
Infotech Post Bottom Ad New
Author Details
ইনফোটেকলাইফ.কম এর তালিকা ভুক্ত একজন লেখক ও কলামিস্ট।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
No comments:
Post a Comment