আমার যা কিছু প্রথম তার মধ্যে এই লেখাটিও একটি। - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

আমার যা কিছু প্রথম তার মধ্যে এই লেখাটিও একটি।

আমার যা কিছু প্রথম তার মধ্যে এই লেখাটিও একটি।

Share This
অনেক দিনের ইচ্ছা ছিল নিজস্ব প্লাটফর্মে নিজের পেশা এবং চারপাশে ঘটে যাওয়া চমকপ্রদ এবং বিজ্ঞানের বিশেষ করে ইনফরমেশন টেকনোলজি বিষয়ক কিছু লেখা প্রকাশ করা। এ যাবৎ বিভিন্ন ব্লগ সাইটে অনেক বার ডুমেরেছি। চেষ্টা করেছি কিছু লেখার কিন্তু তৃপ্তি পাচ্ছিলাম না। অবশেষে আমার প্রিয় সহকর্মি জনাব গোলজার আলি ভাইয়ের সহযোগিতায় হয়ত সেই আশাটা পূর্ন হতে চলছে। এজন্য তাকে ধন্যবাদ দিয়ে ছোট করার মত মানসিকতা আমার নেই। নিশ্চয়ই সবাই বুঝতে পেরছেন আমার এই লেখাটা জনাব গোলজার আলী ভাইকে উদ্দেশ্য করে। আমার বাড়ি বরিশালের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায়। আর গোলজার আলী ভাইয়ের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা। উনার সাথে আমার পরিচয় এ বছর জানুয়ারী মাসে । পেশাগত কারনে আমরা উভয়েই জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এর টেষ্ট আইটেম রাইটার হিসেবে চূড়ান্ত ভাবে নির্বাচিত হয়ে ওখানে ৭ দিনের জন্য একই ব্যাচে কাজ করেছি। সাদা হাস্যোজ্জল, সদালাপি, প্রযুক্তিমনা এই মানুষটির সাথে খুব সহজেই বন্ধুত্ব হয়ে গেল। এর পর প্রায়ই ভাসমান ফোনের বদলতে তার সাথে আলাপ হয়। 

এই কৃতজ্ঞতা মূলক লেখাটার মাধ্যমে আমি তার ব্লগে লেখা প্রকাশ করছি। সেই সাথে আশা রাখছি আপনাদের সকলের উৎসাহ পেলে নিয়মিত লেখা প্রকাশ করব।

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages