সবাইকে ইনফোটেকলাইফ.কম এর পক্ষ থেকে আবার ও স্বাগতম। গত পর্বে আমরা দেখিয়েছি, কীভাবে ইনফোটেকলাইফ.কম এ আপনি নিবন্ধন বা রেজিস্ট্রেশন করবেন এবং কন্ট্রোল প্যানেলে প্রবেশ করবেন। মনে রাখবেন আপনি যে, জি-মেইল দিয়ে আবেদন করেছেন বা রেজিস্ট্রেশন করেছেন সেই পাসওয়ার্ডটিই এ ব্লগে লেখার ক্ষেত্রে ব্যবহার করবেন। এক্ষেত্রে ইনফোটেকলাইফ.কম কারো পার্সওয়ার্ড জানতে বা শেয়ার করতে আগ্রহী নয়। বিষয়টি আরো পরিষ্কার করে বললে বলতে হয়, আপনি এই ব্লগে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করার সময় কেবল জি-মেই আইডি দিয়েছেন কোন পাসওয়ার্ড শেযার করেননি। তো আসুন কাজের কথায় আসি----
রেজিস্ট্রেশন শেষে আমি পরবতীতে কীভাবে কন্ট্রোল প্যানেলে প্রবেশ করব?
রেজিস্ট্রেশন পরবর্তী কন্ট্রোল প্যানেলে প্রবেশ করতে আপনার ওয়েব ব্রাউজারের এ্রড্রেস বারে লিখুন-http://www.infotechlife.com এবং Enter কী বাটন চাপুন। আপনি নিশ্চয় এতক্ষনে এর মুল পেইজে প্রবেশ করেছেন। এখন আপনি উপরের মেনু থেকে ‘আমি একজন লেখক’ নামক অপশনে ক্লিক করুন।
উপরোক্ত অপশনে ক্লিক করার পর আপনি নিচের চিত্রের মত একটি পেইজ দেখতে পাবেন। যে খানে আপনার জিমেইল আইডি ও পাসওয়ার্ড (যে জি-মেইল আইডি দিয়ে আপনি ইনফোটেক লাইফে আবেদন করেছিলেন সেটি ও তার পাসওয়ার্ড) চাওয়া হবে। এখানে জি-মেইল ও পাসওয়ার্ড দিয়ে কন্ট্রোল প্যানেলে প্রবেশ করুন অর্থাৎ সাইন ইন করুন।
এখানে উল্লেখ্য যে, আপনি যদি আপনার ব্রাউজারে আগে থেকেই জি-মেইল সাইন ইন করে থাকেন তাহলে আপনি সরাসরি কন্ট্রোল প্যানেলে প্রবেশ করবেন। সেক্ষেত্রে আপনি উপরের অপশনটি না ও দেখতে পারেন। অাপনি সরাসরি কন্ট্রোল প্যানেলে প্রবেশ করবেন। যা দেখতে নিম্ন রুপ।
এখন উপরের চিত্রের মত করে Posts অপশনে ক্লিক করুন।
কীভাবে আমি নতুন পোস্ট অপশনে প্রবেশ করব?
কন্ট্রোল প্যানেল থেকে দু’ভাবে একাজটি করতে পারেনে। পেনসিল চিহ্নিত কমলা রঙের বাম দিকের Create New post বাটনটিতে ক্লিক করে আপনি সরাসরি নতুন পোস্ট এরিয়াতে প্রবেশ করতে পারবেন। অথবা আপনি একাজটি আপনি আপনার পোস্ট লিস্ট এরিয়া, যেখানে আপনি আপনার পোস্ট গুলো এক নজরে দেখতে পারবেন, সেখান থেকেও করতে পারবেন। সে ক্ষেত্রে উপরের চিত্রের মত করে Posts অপশনে ক্লিক করুন।
উপরের ছবিতে আপনি দেখতে পারছেন ইনফোটেকলাইফ.কম এর পোস্ট লিস্ট। এর ঠিক উপরে কমলা রঙের New Post অপশনটি তে ক্লিক করুন। এবার আপনি প্রবেশ করেছেন আপনার কাঙ্খিত অপশনে। এখান থেকে আপনি নতুন নতুন পোস্ট লিখতে ও করতে পারবেন। এখানে পরীক্ষামুলক ভাবে কিছু লিখুন আর বিভিন্ন অপশন ঘেটে ঘেটে দেখুন। আজ আর নয়। পরবর্তী টিউটোরিয়ালে আমরা বা নতুন পোস্ট এরিয়ার বিভিন্ন অপশন ও এর কাজ নিয়ে আলোচনা ও ব্যাখ্যা প্রদান করব। সে পর্যন্ত একটু অপেক্ষায় থাকুন। আমাদের এ উদ্যোগ কেমন লাগছে কমেন্ট করুন আর জানান। ফেসবুক, টুইটার সহ অন্যান্য সোসাল মিডিয়াতে শেয়ার করতে উপরে পোস্ট টাইটেলের নীচে বাটনগুলোতে ক্লিক করুন আর ছড়িয়ে দিন আপনা সার্কেল বা বন্ধুদের মাঝে। সবাই ভাল থাকবেন।
No comments:
Post a Comment