সবাইকে ইনফোটেকলাইফ ডট কম-এর পক্ষ থেকে এক রাশ শুভেচ্ছা। সারা-বিশ্বের আনাচে-কানাচে ছড়িঢে ছিটিয়ে থাকা বাংলা ভাষা-ভাষী সকল শিক্ষকদের একই সুত্রে গাথার প্রয়াসেই ইনফোটেক লাইফ.কম এর জন্ম। বর্ত মান যুগের বিজ্ঞান ও প্রযুক্তির যে জোয়ার উঠেছে আমরা শিক্ষকরা কতটুক তার সাথে তাল মেলাতে পারছি? পারছি না, বা পারলেও তা হাতে গোনা। সত্যি কথা বলতে কি, আমাদের বাংলাদেশের শিক্ষকরা অধিকাংশই গ্রামে বাস করে। আর প্রত্যন্ত গ্রামে বসে সে স্বপ্ন দেখা বাতুলতা ছাড়া আর কিছুিই ছিল না এক সময়। কিন্তু সেই কখা বোধ করি এখন আর পুরোপুরি সত্য নয়। ইন্টারনেট সেবা এখন শহরের গন্ডি পেরিয়ে পৌছে গেছে প্রত্যন্ত গ্রামে। ফলে শিক্ষকের মেধা বিকাশ ও বিস্তারের একটি বড় ক্ষেত্র তৈরী হয়েছে। শিক্ষা ক্ষেত্রে এখন অনেক মেধাবী ও প্রতিভাবানরা প্রবেশ করছে। তাছাড়া মেধা বিকাশে ও বিস্তারে তথ্য-প্রযুক্তির প্রসার একটি বড় সুযোগ তৈরী করেছে যে সুযোগকে কাজে লাগিয়ে একজন শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী থেকে শুরু করে সকল শিক্ষিত মানুষ উপকৃত হতে পারে। ইনফোটেক লাইফ.কম আপনাকে এমন একটি সুয়োগ তৈরী করে দিতে চায়। তথ্য-প্রযুক্তি সম্পর্কে আপনি যা জানেন, যে ধারনা পোষন করে তা আপনি এখানে শেয়ার করতে পারবেন। এছাড়া ছোট গল্প, কবিতা, নিবন্ধ, গবেষণামুলক নিবন্ধ, সমাজ ও রাষ্ট্র নিয়ে আপনার চিন্তা ধারা ইত্যাদিক সকল বিষয় নিয়ে লিখতে পারবেন।
যেভাবে ইনফোটেক লাইফ.কম এ আবেদন করবেনঃ
এখানে গিয়ে আপনার প্রয়োজনীয় তথ্য দিন এবং সব শেষে Submit বাটনে ক্লিক করুন। আর আমাদের ১-২ দিন সময় দিন। আপনার তথ্য যাচায়-বাছায় পুর্বক এই সময়ের মধ্যেই আপনার দেয়া জি মেইল এড্রেসে আামাদের পাঠানো একটি ইনভিটেশন বার্তা পাঠানো হবে। যা দেখতে এরকম-
এখন এই লিংকটির উপর ক্লিক করুন আর কিছু সময় পর এই বাতাটি পাবেন। এখানে
Accept Invitation লাল বাটনে ক্লিক করুন।
 |
চিত্র-১ |
তার পর আবার পরের পেইজটিতে আবার Accept Invitation লাল বাটনে ক্লিক করুন। এবার আপনি চলে যাবেন ইনফোটেক লাইফের প্যানেলে।
 |
চিত্রঃ ২ |
এখন আপনি আপনার কন্ট্রোল প্যানেলে চলে গেছেন যদি আপনি নিচের চিত্রের মত দেখতে পান। তবে আর দেরি কেন লিখতে শুরু করুন। যা আপনা মন চায়। তবে দায়িত্বশীল লেখার সবার নিকট থেকে কাম্য।
সবাই ভাল থাকবেন। পরেরে পোস্টে আমি দেখাব কিভাবে ব্লগে লিখতে শুরু করবেন। আর যদি আপনি অভিজ্ঞ হন। তবে এখনই শুরু করেদিন। আর হ্যা লেখা শেষ হলে ডান পাশে উপরের কোনে Publish বাটনে ক্লিক করুন। সব শেষে আপনা কন্ট্রোল প্যানেল থেকে View বাটনে ক্লিক করে আপনার পোস্ট দেখুন। আপনি আপনার পোস্ট দেখতে পাবেন। মুল টাইটেল এর নিচে ফেসবুক, টুিইটার সহ আরও অনেক বাটন আছে সেগুলোতে যদি আপনার একাউনট থেকে থাকে তবে প্রথমে লগিন করে বাটন গুলেতে এক এক করে ক্লিক করুন আর শেযার করুন এসব একাউন্টে । দেখবেন আপনার এসব একাউন্টেও এসব লেখা পাবলিশ হয়ে গেছে।
No comments:
Post a Comment