যতনে রাখিব যন্ত্র ( কম্পিউটার সম্পর্কে ধারাবাহিক প্রকাশনা-২য় পর্ব) - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

যতনে রাখিব যন্ত্র ( কম্পিউটার সম্পর্কে ধারাবাহিক প্রকাশনা-২য় পর্ব)

যতনে রাখিব যন্ত্র ( কম্পিউটার সম্পর্কে ধারাবাহিক প্রকাশনা-২য় পর্ব)

Share This
ইনফোটেকলাইফ.কম এ আপনাদের আবার স্বাগতম জা্নাই। কেমন আছেন সবাই, কম্পিউটার সংক্রান্ত প্রকাশনার দ্তিীয় পর্বে আপনাদের জানাই শুভেচ্ছা। প্রথম পর্বের পর আজ আবার আপনাদের সামনে হাজির হলাম কম্পিউটার কে ভাল রাখার প্রকাশনা যতনে রাখিব যন্ত্রের ২য় পর্ব নিয়ে। যারা এখন অবধি প্রথম পর্বটি পড়েননি তারা এখনই পড়ে ফেলুন এই খান থেকে। তবে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক………



৫. এর পর আমি যেটা করি সেটা হল উইন্ডোজের হিডেন(hidden) ফাইল শো করার অপশনটা চালু করে দেই| এতে একটা সুবিধা আছে যেকোন ফোল্ডারে যা কিছু আছে সব দেখা যায়| আবার পেনড্রাইভে ভাইরাসের কারনে কোন ফোল্ডার হাইড হলেও দেখা যায়। আর অসুবিধা একটাই এর ফলে সিস্টেম ফাইল সমুহও দেখা যায়, যাদেরকে নতুনরা ভাইরাস মনে করে| তবে অভ্যস্থ হতে পারলে এই অপশনটা সব সময় চালু রাখবেন|




SHOW HIDDEN FILES AND FOLDERS


Click Start > control panel > Folder Options > view tab >

এই ট্যাবের আন্ডারে দেখবেন একটা অপশন আছে Hidden files and folders এর নিচে Show hidden files and folders অপশনটির রেডিও বাটনে ক্লিক করুন| এবং এর নিচের পরবর্তি দুইটা অপশন আনচেক করুন| অপশন গুলো হলো

Hide extensions for known file types এবং Hide protected operating system files (Recommended) এইটা চাপার সাথে সাথে কোন বার্তা আসলে Yes ক্লিক করুন| এর পর Apply এবং সর্বশেষে Ok তে ক্লিক করুন| ব্যস আপনার  পিসির হিডেন ফাইল শো হয়ে গেল|

৬. উইন্ডোজ রিস্টার্ট নেবার পর অনেক সময় Num Lock চালু নাও থাকতে পারে|  তাই কিবোর্ডের Num Lock বাটনে ক্লিক করে তা চালু করে নিন|

৭. ওকে এখন মাদারবোর্ডের সিডিটা ইন্সটল দিন| তা না হলে তো আপনার উইন্ডোজ মাদারবোর্ডের রাস্তা-ঘাট কিছুই চিনবে না| ইন্সটলের সময় রিস্টার্ট চাইলে, রিস্টার্ট দিন| এতে সফটওয়ার গুলো ভালভাবে ইন্সটল হবে|


৮. এখন আপনি Microsoft office 2007 or 2003 or 2010 যেটা খুশি ইন্সটল দিন|



৯. এবার বিজয় বায়ান্ন ইন্সটলের পালা| বিজয় বায়ান্ন আপনি এই জন্য ইন্সটল করবেন যাতে যেকোন ডকুমেন্ট বা ইন্টারনেটে বাংলা লিখতে এবং দেখতে পারেন| 


বিজয় বায়ান্ন, উইন্ডোজ সেভেন বা এইটে ইন্সটলের কোন ঝামেলা নাই| তবে এক্সিপিতে ইন্সটলের ক্ষেত্রে আপনাকে মাইক্রোসফট এর ডটনেট ফ্রেমওয়া্র্ক ৩.৫(.NET Framework Version 3.5) ইন্সটল করতে হবে| এবং এই ডটনেট ফ্রেমওয়ার্ক ৩.৫ ইন্সটলের জন্য আবার পিসিতে ২.৪৬ মেগাবাইটের WindowsInstaller-KB893803-v2-x86 3.1.exe সফটওয়ারটা ইন্সটল করতে হবে| এত ঝামেলা মনে হচ্ছে! ঝামেলাতো আমি করছি না| মাইক্রোসফট ই এই সকল ঝামেলা করে রেখেছে| তবে খুশির বিষয় হলো যে সাধারনত বর্তমানের সকল মাদারবোর্ডের সিডিতে এই গুলো বিন্টইন প্যাকেজ থাকে| তাই মাদারবোর্ডের সিডিটা ভাল করে ইন্সটল করলে এই ঝামেলা দরকার হবে না| 



১০. ICOMPLEX নামক একটা ইন্ডিয়ান সফটওয়ার আছে যা শুধুমাত্র এক্সিপি ব্যবহারকারীরা ইন্সটল করবেন| সেভেন বা এইটের এর কোন প্রয়োজনীয়তা নেই| এর ফলে পিসিতে ইউনিকোড ফ্রন্ট ইন্সটল হয়| ফলে যেকোন ফোল্ডার এর নাম বা কোন ডকুমেন্টের নাম বাংলায় লেখলে ভাল দেখা যায়।

১১. এখন আমরা মাউসের একটা Settings চেন্জ করবো| তাহলে মাউসটা স্পিডি হবে।
Speed up Mouse: click Start > Control Panal > Mouse. Buttons ট্যাবের আন্ডারে Double-click Speed টা একদম Slow তে সেট করুন| ফলে আপনি কোন ফোল্ডারে ঘুমিয়ে ঘুমিয়ে ক্লিক করলেও তা ওপেন হবে|

এর পর Pointers Options ট্যাবে ক্লিক করুন| এখানের Motion এর সেটিংটা একদম Fast এ সিলেক্ট করুন| এতে হবে কি আপনার মাউস সামান্য একটু নড়াচড়া করলেই দেখবেন যে মাউসের পয়েন্টার খুব দ্রুত নাড়াচাড়া করছে|
এরপর Apply এবং Ok করুন| দেখবেন আপনার মাউস খুব ফাস্ট হয়ে গেছে|

১২. এখন উইন্ডোজের অটোমেটিক আপডেটটা বন্ধ করে দিব এবং এর নটিফেকেশনটাও বন্ধ করে দিব যাতে আপডেট না করতে বলে|
Turn off Windows Automatic Update : Click Start > Control Panel > Automatic Updates আছে সেখানে ক্লিক করুন| এরপর Turn off Automatic Updates এর রেডিও বাটনে ক্লিক করুন| এরপর Apply এবং Ok. আপনার পিসির উইন্ডোজের অটোমেটিক আপডেট বন্ধ হয়ে গেল| এবার নিচের পদ্ধতি অনুযায়ী সিকুরিটি সেন্টারের নটিফিকেশন অফ করে দিন|

Disable security alert : clickপ Start Menu > Run > regedit > 


ok then click > HKEY_LOCAL_MACHINE > SOFTWARE >


Microsoft > Security Center double click on each option and give value 1 instead of 0


AntiVirusDisableNotify 0 > 1


FirewallDisableNotify 0 > 1



UpdatesDisableNotify 0 > 1



After that restart your pc. আশাকরি বুঝতে পেরেছেন এবং পদ্ধতিটি সম্পন্ন করতে পেরেছেন|

আজ এ পর্যন্তই। ভাল থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

1 comment:

Goljar- The Patroblogger said...
This comment has been removed by the author.

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages