যতনে রাখিব যন্ত্র ( কম্পিউটার সম্পর্কে ধারাবাহিক প্রকাশনা-১ম পর্ব ) - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

যতনে রাখিব যন্ত্র ( কম্পিউটার সম্পর্কে ধারাবাহিক প্রকাশনা-১ম পর্ব )

যতনে রাখিব যন্ত্র ( কম্পিউটার সম্পর্কে ধারাবাহিক প্রকাশনা-১ম পর্ব )

Share This
আমি বিভিন্ন সময় বিভিন্ন কম্পিউটার ব্যবহার করি| তবে কোন কম্পিউটারই আমার নিজের কম্পিউটারের মত ফাস্ট(Fast) কাজ করে না| তাই আমি নতুন কোন কম্পিউটার ব্যবহার করতে গেলে একটা তালিকা অনুযায়ী কিছু কাজ করি| যা পিসির অনেক সমস্যা থেকে মুক্তি দেয় এবং কম্পিউটারকে করে বেগবান| এই তালিকাটা দীর্ঘ ৮ বছরের পিসি ব্যবহারের আলোকে তৈরী করা|


আমার এক ছোট ভাই আমাকে একদিন বলল যে তার নতুন ল্যাপটপটা চার মাস হলো কিনেছে| কিন্তু ব্যাটারি ব্যকআপ দেয় মাত্র এক ঘন্টা পাচঁ কি দশ মিনিট| তাকে আমার এই তালিকাটা দেই| সে ব্যবহার করে এবং তার ল্যাপটপের বর্তমান ব্যকআপের সময় বেড়ে দাড়ায় প্রায় পাচঁ ঘন্টা|



যাইহোক আর কথা বাড়াবো না| এমনিতেই মনে হচ্ছে পোষ্টটা অনেক বড় হয়ে যেতে পারে| তো চলুন শুরু করি| আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব বর্ণনা করবো| আপনারা এর যতটুকু খুশি ততটুকু ফলো করবেন| সবটুকুই কাজের|


১. প্রথমেই আপনি কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইন্সটল করবেন| সেটা হতে পারে উইন্ডোজ এক্সপি বা সেভেন বা এইট| আশাকরি এটি সেটআপ করতে সবাই পারেন।


সেটআপ দেয়ার পর নিচের পদ্ধতি গুলো অনুসরণ ব্যতিত কোন ভাবেই ইন্টারনেটের সাথে connected হবেন না| পরবর্তি সকল সফটওয়ার ইন্সটলের ক্ষেত্রে প্রত্যেকটির অটোমেটিক আপডেট বন্ধ করে দিবেন|


২. বেশির ভাগ কম্পিউটার ব্যবহারকারীরা সাধারনত পাইরেটেড অপারেটিং সিডি দিয়ে সেটআপ দেই| তাই হয়তো সবসময় উইন্ডোজ জেনুইন থাকতে নাও পারে| উইন্ডোজ জেনুইন না থাকলে অনেক সমস্যা হয়| যেমন: ডেস্কটপ ব্লাক স্ক্রিন হয়ে থাকে, বিভিন্ন এরর বার্তা আসে ইত্যাদি| এই জন্য আমরা ব্যবহার করি Remove WAT বা Windows Seven Activator এর মত সফটওয়ার|


৩. এর পর আপনাকে পিসির অটোপ্লে(Autoplay) বন্ধ করতে হবে যা ডিফল্টভাবে উইন্ডোজে অন করা থাকে| আসলে অটোপ্লেটা আমি এই জন্য বন্ধ করতে চাই যাতে আমি এই অবস্থায় পিসিতে যেকোন পেনড্রাইভ বা কোন সিডি ঢুকায়ে যে কোন সফটওয়্যার ইন্সটল করতে পারি| কারন আমার দরকারি সফটওয়্যার গুলো পেনড্রাইভে রেখে দেই| আর পেনড্রাইভ সেটা তো একটা আজব জিনিষ! এতে ভাইরাস থাকতেও পারে নাও থাকতে পারে| আর যদি ভাইরাস থেকেই থাকে তাহলে যদি পিসির অটোপ্লে বন্ধ না করি তাইলে তো নতুন এই পিসির খবর আছে| তাই রিস্ক নিয়ে কোন লাভ নাই| আগে এর অটোপ্লে অফ করে নেই| ওকে অটোপ্লে অনেক ভাবে বন্ধ করা যায়| আমি সাধারনত নিন্মোক্ত পদ্ধতিতে অটোপ্লে বন্ধ করে থাকি|


TURN OFF AUTOPLAY


Click start menu > Run > type gpedit.msc > ok


you will get the Group policy .


now click Administrative Templeats > system, on the right side you will get Turn off auto play double click on it > enable > all drive > apply > ok .


again you see Administrative Templeats below. Same task follow.






Then start > settings > control panel > Administrative tools > Services then you try to find Shell Hardware Detection from the list . double click on it. এর পরের কাজটি শুধুমাত্র এক্সপি এর জন্য| First Startup type > Disabled >service status> Stop > apply > ok.


কারন সেভেনে এই কাজটি করলে সিকিউরিটি ভাল হবে তবে এতে আপনার ফোল্ডারে যে সকল ইমেজ বা ভিডিও থাকবে তার preview ঠিকমত কাজ করবে না| তাই সেভেন ব্যবহার কারীরা এইটা একটু এড়িয়ে যান|


Restart your computer.


এর ফলে কিন্তু আপনার পিসির যাবতীয় অটোপ্লে চিরতরে বন্ধ হয়ে যাবে| আবার অটোপ্লে ফিরিয়ে আনতে চাইলে জাস্ট রোল ব্যক করবেন উপরের অপশন গুলো| এইটা বললাম এই জন্য যে দেখবেন, এর ফলে আপনার মাদারবোর্ডের সিডি সহ অন্যান্য সকল সিডি অটোপ্লে হচ্ছে না| তবে ঘাবরানোর কিছু নাই| এই অবস্থায়ও অটোপ্লে করা যায়| জাস্ট মাদারবোর্ডের সিডিটি ডিভিডি রমে প্রবেশ করিয়ে My Computer চালু করে সিডিটির উপর মাউসের রাইট ক্লিক করে autoplay অপশনে ক্লিক করুন| তাহলে ঐ সিডিটি অটোপ্লেতে চালু হবে|

৪. ওকে এখন এ্যান্টিভাইরাস ইন্সটলের পালা| এখানে আমার একটা কথা যদি উইন্ডোজ জেনুইন হয় তবে মাইক্রোসফট এর সিকুরিটি এসেন্সিয়াল ব্যবহার করাই ভাল| তা না হলে আপনি এভাস্টের লেটেস্ট ভার্সনের কোন ফ্রি এ্যান্টিভাইরাস ব্যবহার করুন| এ্যান্টিভাইরাস ইন্সটলের পর একে আপডেট করুন| নিজের কম্পিউটারে ইন্টারনেট কানেক্ট করবেন না এখন| আগে থেকে এ্যান্টিভাইরাসটির আপডেট ফাইল অন্যকোথাও হতে ডাউনলোড করে রাখবেন এবং সেটি দিয়ে আপডেট দিন| বেশিরভাগ এ্যান্টিভাইরাসের ম্যানুয়্যাল ভাইরাস ডেফিনেশন আপডেট ইন্টারনেটে পাওয়া যায়| সেটি ডাউনলোড করে ব্যবহার করুন শুধুমাত্র এখনকার জন্য| ভুলেও কেহ টাকা দিয়ে কেনা(যেমন: ক্যাসপারস্কি এ্যান্টিভাইরাস) কোন এ্যান্টিভাইরাস ব্যবহার করবেন না| কারন আপনার উইন্ডোজটাই যেখানে পাইরেটেড করা সেখানে আবার তাকে রক্ষা করার জন্য আমি মনে করি না টাকা খরচ করে কোন এ্যান্টিভাইরাস ব্যবহার করা দরকার আছে| আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকুন । আপনার প্রিয় যন্ত্রটিকে ভাল রাখুন। আর হ্যাঁ, এটি একটি ধারাবাহিক প্রকাশনা। তাই পরবর্তী প্রকাশনাগুলো দেখতে ভুল করবেন না।

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages