Infotech Ad Top new
Infotech ad post page Top

আমি বিভিন্ন সময় বিভিন্ন কম্পিউটার ব্যবহার করি| তবে কোন কম্পিউটারই আমার নিজের কম্পিউটারের মত ফাস্ট(Fast) কাজ করে না| তাই আমি নতুন কোন কম্পিউটার ব্যবহার করতে গেলে একটা তালিকা অনুযায়ী কিছু কাজ করি| যা পিসির অনেক সমস্যা থেকে মুক্তি দেয় এবং কম্পিউটারকে করে বেগবান| এই তালিকাটা দীর্ঘ ৮ বছরের পিসি ব্যবহারের আলোকে তৈরী করা|
আমার এক ছোট ভাই আমাকে একদিন বলল যে তার নতুন ল্যাপটপটা চার মাস হলো কিনেছে| কিন্তু ব্যাটারি ব্যকআপ দেয় মাত্র এক ঘন্টা পাচঁ কি দশ মিনিট| তাকে আমার এই তালিকাটা দেই| সে ব্যবহার করে এবং তার ল্যাপটপের বর্তমান ব্যকআপের সময় বেড়ে দাড়ায় প্রায় পাচঁ ঘন্টা|
যাইহোক আর কথা বাড়াবো না| এমনিতেই মনে হচ্ছে পোষ্টটা অনেক বড় হয়ে যেতে পারে| তো চলুন শুরু করি| আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব বর্ণনা করবো| আপনারা এর যতটুকু খুশি ততটুকু ফলো করবেন| সবটুকুই কাজের|
১. প্রথমেই আপনি কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইন্সটল করবেন| সেটা হতে পারে উইন্ডোজ এক্সপি বা সেভেন বা এইট| আশাকরি এটি সেটআপ করতে সবাই পারেন।
সেটআপ দেয়ার পর নিচের পদ্ধতি গুলো অনুসরণ ব্যতিত কোন ভাবেই ইন্টারনেটের সাথে connected হবেন না| পরবর্তি সকল সফটওয়ার ইন্সটলের ক্ষেত্রে প্রত্যেকটির অটোমেটিক আপডেট বন্ধ করে দিবেন|
২. বেশির ভাগ কম্পিউটার ব্যবহারকারীরা সাধারনত পাইরেটেড অপারেটিং সিডি দিয়ে সেটআপ দেই| তাই হয়তো সবসময় উইন্ডোজ জেনুইন থাকতে নাও পারে| উইন্ডোজ জেনুইন না থাকলে অনেক সমস্যা হয়| যেমন: ডেস্কটপ ব্লাক স্ক্রিন হয়ে থাকে, বিভিন্ন এরর বার্তা আসে ইত্যাদি| এই জন্য আমরা ব্যবহার করি Remove WAT বা Windows Seven Activator এর মত সফটওয়ার|
৩. এর পর আপনাকে পিসির অটোপ্লে(Autoplay) বন্ধ করতে হবে যা ডিফল্টভাবে উইন্ডোজে অন করা থাকে| আসলে অটোপ্লেটা আমি এই জন্য বন্ধ করতে চাই যাতে আমি এই অবস্থায় পিসিতে যেকোন পেনড্রাইভ বা কোন সিডি ঢুকায়ে যে কোন সফটওয়্যার ইন্সটল করতে পারি| কারন আমার দরকারি সফটওয়্যার গুলো পেনড্রাইভে রেখে দেই| আর পেনড্রাইভ সেটা তো একটা আজব জিনিষ! এতে ভাইরাস থাকতেও পারে নাও থাকতে পারে| আর যদি ভাইরাস থেকেই থাকে তাহলে যদি পিসির অটোপ্লে বন্ধ না করি তাইলে তো নতুন এই পিসির খবর আছে| তাই রিস্ক নিয়ে কোন লাভ নাই| আগে এর অটোপ্লে অফ করে নেই| ওকে অটোপ্লে অনেক ভাবে বন্ধ করা যায়| আমি সাধারনত নিন্মোক্ত পদ্ধতিতে অটোপ্লে বন্ধ করে থাকি|
TURN OFF AUTOPLAY
Click start menu > Run > type gpedit.msc > ok
you will get the Group policy .
now click Administrative Templeats > system, on the right side you will get Turn off auto play double click on it > enable > all drive > apply > ok .
again you see Administrative Templeats below. Same task follow.
Then start > settings > control panel > Administrative tools > Services then you try to find Shell Hardware Detection from the list . double click on it. এর পরের কাজটি শুধুমাত্র এক্সপি এর জন্য| First Startup type > Disabled >service status> Stop > apply > ok.
কারন সেভেনে এই কাজটি করলে সিকিউরিটি ভাল হবে তবে এতে আপনার ফোল্ডারে যে সকল ইমেজ বা ভিডিও থাকবে তার preview ঠিকমত কাজ করবে না| তাই সেভেন ব্যবহার কারীরা এইটা একটু এড়িয়ে যান|
Restart your computer.
এর ফলে কিন্তু আপনার পিসির যাবতীয় অটোপ্লে চিরতরে বন্ধ হয়ে যাবে| আবার অটোপ্লে ফিরিয়ে আনতে চাইলে জাস্ট রোল ব্যক করবেন উপরের অপশন গুলো| এইটা বললাম এই জন্য যে দেখবেন, এর ফলে আপনার মাদারবোর্ডের সিডি সহ অন্যান্য সকল সিডি অটোপ্লে হচ্ছে না| তবে ঘাবরানোর কিছু নাই| এই অবস্থায়ও অটোপ্লে করা যায়| জাস্ট মাদারবোর্ডের সিডিটি ডিভিডি রমে প্রবেশ করিয়ে My Computer চালু করে সিডিটির উপর মাউসের রাইট ক্লিক করে autoplay অপশনে ক্লিক করুন| তাহলে ঐ সিডিটি অটোপ্লেতে চালু হবে|
৪. ওকে এখন এ্যান্টিভাইরাস ইন্সটলের পালা| এখানে আমার একটা কথা যদি উইন্ডোজ জেনুইন হয় তবে মাইক্রোসফট এর সিকুরিটি এসেন্সিয়াল ব্যবহার করাই ভাল| তা না হলে আপনি এভাস্টের লেটেস্ট ভার্সনের কোন ফ্রি এ্যান্টিভাইরাস ব্যবহার করুন| এ্যান্টিভাইরাস ইন্সটলের পর একে আপডেট করুন| নিজের কম্পিউটারে ইন্টারনেট কানেক্ট করবেন না এখন| আগে থেকে এ্যান্টিভাইরাসটির আপডেট ফাইল অন্যকোথাও হতে ডাউনলোড করে রাখবেন এবং সেটি দিয়ে আপডেট দিন| বেশিরভাগ এ্যান্টিভাইরাসের ম্যানুয়্যাল ভাইরাস ডেফিনেশন আপডেট ইন্টারনেটে পাওয়া যায়| সেটি ডাউনলোড করে ব্যবহার করুন শুধুমাত্র এখনকার জন্য| ভুলেও কেহ টাকা দিয়ে কেনা(যেমন: ক্যাসপারস্কি এ্যান্টিভাইরাস) কোন এ্যান্টিভাইরাস ব্যবহার করবেন না| কারন আপনার উইন্ডোজটাই যেখানে পাইরেটেড করা সেখানে আবার তাকে রক্ষা করার জন্য আমি মনে করি না টাকা খরচ করে কোন এ্যান্টিভাইরাস ব্যবহার করা দরকার আছে| আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকুন । আপনার প্রিয় যন্ত্রটিকে ভাল রাখুন। আর হ্যাঁ, এটি একটি ধারাবাহিক প্রকাশনা। তাই পরবর্তী প্রকাশনাগুলো দেখতে ভুল করবেন না।
Tags
# কম্পিউটার
Share This
About www.infotechlife.com
কম্পিউটার
Ярлыки:
কম্পিউটার
Infotech Post Bottom Ad New
Author Details
ইনফোটেকলাইফ.কম এর তালিকা ভুক্ত একজন লেখক ও কলামিস্ট।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
No comments:
Post a Comment