অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন (Adsense Letter for PIN Verification) এবং ইউটিউবার বা ব্লগার হিসেবে আপনার যা করণীয়। - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

 অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন (Adsense Letter for PIN  Verification) এবং ইউটিউবার বা ব্লগার হিসেবে আপনার যা করণীয়।

অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন (Adsense Letter for PIN Verification) এবং ইউটিউবার বা ব্লগার হিসেবে আপনার যা করণীয়।

Share This
একজন ব্লগার বা ইউটিউবারকে জিজ্ঞেস করুন তার জিবনের স্মরণীয় অনলাইন মুহুর্ত কোনটি? তিনি নির্দিধায় বলে দিবেন। আমার  জীবনের স্মরণীয় মুহুর্ত হলো প্রথম যেদিন গুগল এডসেন্স নামক সোনার হরিণটির এপ্রুুভাল পেয়েছিলাম। দ্বিতীয় মুহুর্ত হলো- গুগল এডসেন্সের পিন লেটার হাতে পাওয়া আর চুড়ান্তটি হলো যেদিন গুগল এডসেন্স এর পেমেন্ট হাতে পেলাম।  ইনফোটেকলাইফ.কম এর প্রত্যেক ভিউয়ার ও শুভাকাঙ্খীদের জানাই অন্তরেরর অন্তঃস্থল হতে প্রাণঢালা শুভেচ্ছা। হ্যা প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে Adsense এর PIN Letter নিয়ে কথা বলতে এসেছি। তো চলুন শুরু করি-

এডসেন্স এর পিন লেটার হাতে পাওয়ার পর কি করবেন?



✍️ পিন (PIN)ভেরিফিকেশন কি (what is AdSense PIN): অনলাইনে যারা ব্লগিং এবং ইউটিউবিং করে অর্থ উপার্জন করেন তাদের নিকট অ্যাডসেন্স শব্দটি বহুল প্রচলিত। ব্লগিং অথবা ইউটিউব যাই বলেন না কেন মনিটাইজেশন এর জন্য আপনাকে একটি পর্যায়ে গিয়ে অ্যাডসেন্সে আবেদন করতে হয় আবেদনের সময় আপনাকে সেখানে আপনার পূর্ণাঙ্গ নাম এবং ঠিকানা দিতে হয় যে ঠিকানায় অ্যাডসেন্সে আপনাকে টাকার চেক পাঠাবে। আবেদন মঞ্জুর হলে আপনি পেয়ে গেলেন আপনার স্বপ্নের অ্যাডসেন্স। শুরু হলো অর্থ ইনকামের পালা। এডসেন্স একাউন্টে ন্যূনতম 10 ডলার হলেই অথরিটি আপনার উল্লিখিত ঠিকানায় টাকা পাঠানোর আগে একটি গোপন পিন নম্বর পাঠায়।  এটা এইজন্য করা হয় যে অ্যাডসেন্স নিশ্চিত হয় যে তারা সঠিক মালিকের নিকট এই টাকাটি পাঠাচ্ছে। এই গোপন পিন নাম্বারটি যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট হোল্ডার তার নিজ একাউন্টে গিয়ে অ্যাড্রেস ভেরিফিকেশন এ পিন নম্বরটি প্লেস করে তখন এডসেন্স অথরিটি বুঝে নাই একাউন্টটির সঠিক মালিককে তারা টাকা দিচ্ছে এবং উল্লিখিত ঠিকানাটি সঠিক।

✍️ পিন ভেরিফিকেশন লেটার আসতে কত দিন লাগে (how long does it take to get AdSense pin)?
আপনি যে তারিখে এডসেন্স পিন এর জন্য আবেদন করেছেন উক্ত তারিখ থেকে তিন থেকে পাঁচ দিন সময় লাগে এডসেন্স এর পিন লেটার পেতে যদি আপনি আমেরিকার নাগরিক হয়ে থাকেন। তবে আউট অফ ইউএসএ হলে লোকেশন এর উপর নির্ভর করে সারা পৃথিবীতে যেকোনো স্থানে সাধারণত  দুই থেকে চার সপ্তাহের মধ্যেই পিন লেটারটি আপনি হাতে পেয়ে যাবেন। নির্ধারিত সময়ে আপনার নিকটে পিন লেটার না আসলে দ্বিতীয়বার পিন লেটার এর জন্য আবেদন করুন। AdSens PIN Verification অনেকেই  যে সকল প্রশ্ন অনলাইনে জিজ্ঞেস করে থাকেন সেগুলোর উত্তর নিচে দেওয়া হলো-

প্রশ্ন: প্রথমবার আবেদন করার পরে পিন না আসায় দ্বিতীয়বার আবেদন করলে এবং ইতিমধ্যে যদি প্রথম আবেদনের পিন নম্বরটি আপনার হাতে এসে পৌঁছায় সে ক্ষেত্রে আপনি কি করবেন?

উত্তর: এক্ষেত্রে আমার উত্তর হলো যে পিন নম্বরটি আসুক না কেন যত বার আসুক না কেন আপনার পিন নম্বর কিন্তু অপরিবর্তিত অর্থাৎ একই পিন নম্বর আপনাকে বারবার পাঠানো হবে সুতরাং যে কোন একটি যদি আপনি সাবমিট করেন তাহলেই হলো বারবার সাবমিট করা লাগবে না।

প্রশ্ন: PIN লেটার হাতে না পেলে কি করব ?
উত্তর: এডসেন্স পিন লেটার এর জন্য আবেদন করলেই আপনার অ্যাকাউন্টের জন্য একটি পিন নম্বর অটোমেটিকালি জেনারেটেড হয়ে যায়। এবং পিন জেনারেট হওয়ার তারিখ থেকে চার মাসের মধ্যে একাউন্টে পিন সাবমিট করতে হয়। তানাহলে এডসেন্স অথরিটি আপনার ব্লগ বা ইউটিউবে এ্যাডস প্রদর্শন বন্ধ করে দিবে। অতএব নির্ধারিত সময়ের মধ্যে পিন না আসলে আপনার সামনে একটি পথই খোলা সেটা হল পুনরায় পিনের জন্য আবেদন করা। এভাবে আপনি পরপর তিনটি সুযোগ লাভ করবেন। তিন বার ট্রাই করার পরেও যদি আপনার ঠিকানায় পিন লেটার না আসে তবে শেষবারে এডসেন্স অথরিটি আপনাকে আরেকটি বিকল্প সুযোগ দিবে।

প্রশ্ন: কিভাবে নতুন পিন এর জন্য আবেদন করতে হয়?

উত্তর: নতুন পিন এর জন্য আবেদন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-

# আপনার এডসেন্স একাউন্টে লগইন করুন।
# বামে সাইডবার হতে ঠিক পেমেন্ট অপশন এর নিচে Account অপশনটিতে ক্লিক করুন।
# Account Information অপশনটি বেছে নিন।
# এরপর Verify Address লিংকটির উপরে ক্লিক করুন
# যে পেজ আসবে সেই পেজটির একেবারে নিচে গিয়ে Request for New Adsense PIN এই হাইপার লিংকটিতে ক্লিক করুন।

প্রশ্ন: পিন লেটার ছাড়া এডসেন্স একাউন্ট ভেরিফিকেশন এর আর কোন উপায় আছে কি?

উত্তর: এর উত্তর হলো হ্যাঁ, একটা উপায় আছে। অ্যাডসেন্সে হেলপ কমিউনিটির দেওয়া তথ্য অনুযায়ী একজন এডসেন্স হোল্ডার সর্বোচ্চ তিনবার পিন লেটার এর জন্য আবেদন করতে পারে। তিনবার আবেদন করার পরেও ৪ সপ্তাহের মধ্যে যদি শেষ পিনটি আপনার কাছে এসে না পৌঁছায় তখন আপনার হাতে একটি বিকল্প উপায় রয়েছে সেটি হল। এডসেন্স অথরিটি আপনাকে তখন সরকার অনুমোদিত যেকোনো আইডি দিয়ে আপনার এড্রেস ভেরিফিকেশনের একটি অপশন দিবে। সেই আইডিতে অবশ্যই আপনার অ্যাডসেন্সে দেওয়ার নাম এবং এড্রেস হুবহু মিল থাকতে হবে।
অপশন গুলো হল-
ক) স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয় পত্র।
খ) ড্রাইভিং লাইসেন্স
গ) বিদ্যুৎ বিল
ঘ) পাসপোর্ট

প্রশ্নঃ গুগল এডসেন্স একাউন্টে গিয়ে কিভাবে পিন সাবমিট করব?
 উত্তর- এই প্রশ্নের উত্তর সোজাসুজিভাবে দেওয়া সম্ভব নয়, প্র্যাকটিক্যালি এই কাজটি দেখতে নিচের ইউটিউব ভিডিও টিউটোরিয়ালটি দেখে সে মোতাবেক কাজ করুন-

3 comments:

Unknown said...

আচ্ছা পিন আসার পর কি গুগল থেকে কোনো মেইল আসে যে আমার পিনটি পাঠানো হয়েছে এমন?

Goljar- The Patroblogger said...

পিন লেটার সেন্ড করার সময় কেবল জানিয়ে দেওয়া হয় মেইলে যে, আপনার ঠিকানায় পিন লেটার পাঠানো হয়েছে।

Hmm.Abdullah Al Masud said...

ভাই ১০ ডলার হলে কি অটোমেটিক পিন লেটার আসবে নাকি আমার আবেদন করতে হবে

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages