প্রশ্ন: প্রথমবার আবেদন করার পরে পিন না আসায় দ্বিতীয়বার আবেদন করলে এবং ইতিমধ্যে যদি প্রথম আবেদনের পিন নম্বরটি আপনার হাতে এসে পৌঁছায় সে ক্ষেত্রে আপনি কি করবেন?
উত্তর: এক্ষেত্রে আমার উত্তর হলো যে পিন নম্বরটি আসুক না কেন যত বার আসুক না কেন আপনার পিন নম্বর কিন্তু অপরিবর্তিত অর্থাৎ একই পিন নম্বর আপনাকে বারবার পাঠানো হবে সুতরাং যে কোন একটি যদি আপনি সাবমিট করেন তাহলেই হলো বারবার সাবমিট করা লাগবে না।
প্রশ্ন: PIN লেটার হাতে না পেলে কি করব ?
উত্তর: এডসেন্স পিন লেটার এর জন্য আবেদন করলেই আপনার অ্যাকাউন্টের জন্য একটি পিন নম্বর অটোমেটিকালি জেনারেটেড হয়ে যায়। এবং পিন জেনারেট হওয়ার তারিখ থেকে চার মাসের মধ্যে একাউন্টে পিন সাবমিট করতে হয়। তানাহলে এডসেন্স অথরিটি আপনার ব্লগ বা ইউটিউবে এ্যাডস প্রদর্শন বন্ধ করে দিবে। অতএব নির্ধারিত সময়ের মধ্যে পিন না আসলে আপনার সামনে একটি পথই খোলা সেটা হল পুনরায় পিনের জন্য আবেদন করা। এভাবে আপনি পরপর তিনটি সুযোগ লাভ করবেন। তিন বার ট্রাই করার পরেও যদি আপনার ঠিকানায় পিন লেটার না আসে তবে শেষবারে এডসেন্স অথরিটি আপনাকে আরেকটি বিকল্প সুযোগ দিবে।
প্রশ্ন: কিভাবে নতুন পিন এর জন্য আবেদন করতে হয়?
উত্তর: নতুন পিন এর জন্য আবেদন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-
# আপনার এডসেন্স একাউন্টে লগইন করুন।
# বামে সাইডবার হতে ঠিক পেমেন্ট অপশন এর নিচে Account অপশনটিতে ক্লিক করুন।
# Account Information অপশনটি বেছে নিন।
# এরপর Verify Address লিংকটির উপরে ক্লিক করুন
# যে পেজ আসবে সেই পেজটির একেবারে নিচে গিয়ে Request for New Adsense PIN এই হাইপার লিংকটিতে ক্লিক করুন।
প্রশ্ন: পিন লেটার ছাড়া এডসেন্স একাউন্ট ভেরিফিকেশন এর আর কোন উপায় আছে কি?
উত্তর: এর উত্তর হলো হ্যাঁ, একটা উপায় আছে। অ্যাডসেন্সে হেলপ কমিউনিটির দেওয়া তথ্য অনুযায়ী একজন এডসেন্স হোল্ডার সর্বোচ্চ তিনবার পিন লেটার এর জন্য আবেদন করতে পারে। তিনবার আবেদন করার পরেও ৪ সপ্তাহের মধ্যে যদি শেষ পিনটি আপনার কাছে এসে না পৌঁছায় তখন আপনার হাতে একটি বিকল্প উপায় রয়েছে সেটি হল। এডসেন্স অথরিটি আপনাকে তখন সরকার অনুমোদিত যেকোনো আইডি দিয়ে আপনার এড্রেস ভেরিফিকেশনের একটি অপশন দিবে। সেই আইডিতে অবশ্যই আপনার অ্যাডসেন্সে দেওয়ার নাম এবং এড্রেস হুবহু মিল থাকতে হবে।
অপশন গুলো হল-
ক) স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয় পত্র।
খ) ড্রাইভিং লাইসেন্স
গ) বিদ্যুৎ বিল
ঘ) পাসপোর্ট
প্রশ্নঃ গুগল এডসেন্স একাউন্টে গিয়ে কিভাবে পিন সাবমিট করব?
উত্তর- এই প্রশ্নের উত্তর সোজাসুজিভাবে দেওয়া সম্ভব নয়, প্র্যাকটিক্যালি এই কাজটি দেখতে নিচের ইউটিউব ভিডিও টিউটোরিয়ালটি দেখে সে মোতাবেক কাজ করুন-
3 comments:
আচ্ছা পিন আসার পর কি গুগল থেকে কোনো মেইল আসে যে আমার পিনটি পাঠানো হয়েছে এমন?
পিন লেটার সেন্ড করার সময় কেবল জানিয়ে দেওয়া হয় মেইলে যে, আপনার ঠিকানায় পিন লেটার পাঠানো হয়েছে।
ভাই ১০ ডলার হলে কি অটোমেটিক পিন লেটার আসবে নাকি আমার আবেদন করতে হবে
Post a Comment