ঠান্ডা গরম / মোঃ কামাল হোসেন। - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

ঠান্ডা গরম / মোঃ কামাল হোসেন।

ঠান্ডা গরম / মোঃ কামাল হোসেন।

Share This
ঠান্ডা গরম__
   <<<<<<<<<♦>>>>>>>>>
       *-মোঃ কামাল হোসেন -*
®^^^^^^^^^^^^^^^^^^^^^®
        তারিখ: ১২/০২/১৮ ইং

চারপাশ যে ঠান্ডা বলে
শীত অনূভব করিনা,
আসল কারণ বলতে সহজ
এটাও কেনো বুঝিনা।

বছর ঘুরে শীতকাল আসে
আমরা এটা ভূলিনা,
সূর্যি মামা ক্লান্ত বলে
তেজটা অতি নগন্য।

গরমকালে রাগটা বেশি
খাড়া রশ্মি দিতে ছাড়েনা,
শীতকালে তায় বাঁকা রশ্মি
তাপের প্রভাব পড়েনা।

কমলে বলি চারপাশের তাপ,
ঠান্ডা লাগে গরম কেনো লাগেনা!

শরীর হচ্ছে তাপের কেন্দ্র
বলতে বাঁধা রাখিনা,
আমরা হলাম উষ্ণ রক্তের প্রাণী
দেহে তাপ দিতে কমতি না।

সব সময় চায় চারপাশের তাপ
মানিয়ে চলতে সীমানা,
বস্তুতে তায় ঠান্ডা গরম
বাঁধা বিঘ্ন  মানেনা।

তাপমাত্রাটা সাম্যাবস্থায়
আসতে বাঁধা মানেনা,
শরীরও চায় চারপাশের তাপ
মানিয়ে চলতে ছাড়েনা।

চারপাশ তায় ঠান্ডা বলে
শীত অনূভব করিনা,
তাপ হারানোর অনূভবটা
শরীরে আর সহেনা।

এটায় হলো আসল কারণ
কেনো আমরা বুঝিনা,
ফলে,আমাদের ঠান্ডা লাগা
চারপাশ আসল কারণ না।

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages