শেষ বিদায় / মোঃ কামাল হোসেন। - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

শেষ বিদায় / মোঃ কামাল হোসেন।

শেষ বিদায় / মোঃ কামাল হোসেন।

Share This
শেষ বিদায়__
*---------//--------*
      *-মোঃ কামাল হোসেন-*
                 তারিখ: ১৫/০২/১৮ ইং

   আমি চিরতরে দূরে চলে যাবো
 ঝিমাবে আকাশ কাঁদিবে ঐ পবন,
          হারানোর ব্যথা ভারে।

   ভূলও বুঝবনা অভিশাপ দেবনা
থেকো তুমি সুখে অনেকের-ই মাঝে,
        হেসো কুঞ্জলতার আঁড়ে।

       আমি ভালবেসেছি নিঃশ্বার্থে
    অভিসন্ধি বা কোন কৌশলে নয়,
           বশীভূত মন আহারে।

       যদি ভূলে মনে পড়ে মোরে
  আছি তোমারি পাশে প্রতিটাক্ষণে,
          রেখেছি কতো আদরে।

   আমি চির তরে দূরে চলে যাবো
  ঘুমন্ত নিঝুম বাঁশ বাগানের ছোপে,
         শেষ বিদায়ের বেলাতে।

  আমি চেয়ে দেখব রাতের আকাশে
মেঘের আঁড়ালে বলে জাগ্রত চন্দ্রিমা,
        তুমি সাতরঙের ভেলাতে।

     বিদায়ী মূহুর্তে হাতে রেখো হাত
  কল ছলছল নয়নে বলব দেখা হবে,
           ঐ হাশরের ময়দানেতে।

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages