আপনি যদি পরপারে চলে যান আপনার ফেসবুক আইডির কি হবে? - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

আপনি যদি পরপারে চলে যান আপনার ফেসবুক আইডির কি হবে?

আপনি যদি পরপারে চলে যান আপনার ফেসবুক আইডির কি হবে?

Share This
প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ আপনাদের সামনে হাজির হয়েছি facebook সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে। বর্তমান সময়ে ফেসবুক অ্যাকাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন আপনার আমার মৃত্যুর পর আমাদের ফেসবুক একাউন্টটির কি পরিণতি হবে? আপনি বন্ধ না করলে ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ হবে না। তাহলে কি?কাউকে আপনার একাউন্টের পাসওয়ার্ড দিয়ে দেবেন যাতে আপনার মৃত্যুর পরে বন্ধ করতে পারে। তাহলে কি আপনার জীবদ্দশায় আপনার প্রাইভেসি রক্ষা পাবে? আর এসব প্রশ্ন মাথায় রেখেই ফেসবুক কর্তৃপক্ষ পৈতৃক সম্পত্তি বা কোন দাতব্য উত্তরাধিকারের পরে ভার্চুয়ালে নিয়ে আসল লিগ্যাসি কন্টাক্ট অপশন। আপনি আপনার মৃত্যুর পরে উত্তরাধিকার হিসেবে আপনার ফ্রেন্ড লিষ্টের যে কাওকে লিগ্যাসি পারমিশন দিতে পারেন। এতে তার সাথে আপনার ঘটে যাওয়া মনে রাখার মত ঘটনাগুলি শেয়ার করতে পারবে। যাকে লিগ্যাসি দিবেন তাকে অবশ্যই ১৮ বছরের বা তার অধিক হতে হবে। এটা ব্যক্তিগত বিষয় যেহেতু তাই অপরিচিত কাওকে লিগ্যাসি না দেয়াই ভাল।
প্রথমত আপনি আইডিটি লিগ্যাসি নির্ধারন করে ডিলিট করতে পারবেন। অথবা স্মৃতি্র স্মারকচিহ্ন হিসেবে রেখে দিতেও পারবেন।

যিনি লিগ্যাসি পাবেন তিনি যা যা করতে পারবেন আপনার প্রোফাইলেঃ-

* আপনার টাইমলাইনে স্ট্যাটাস লিখে পিনড(সব সময় উপরে থাকবে) করে শেয়ার করতে পারবেন।
এটা আপনার স্ট্যাটাস এর প্রাইভেসি সেটিং এর উপরে নির্ভর করে, যদি আপনার স্ট্যাটাসগুলি ফ্রেন্ডস করা থাকে তাহলে ফ্রেন্ডসরা লিগ্যাসি স্ট্যাটাস দেখবে। যদি পাবলিক করা থেকে থাকে তাহলে পাবলিকলিই হবে, আপনার লিগ্যাসি ইউজার প্রাইভেসি সেটিং পরিবর্তন করতে পারবে না।
* আপনাকে নতুন কেউ ফ্রেন্ড রিকুয়েষ্ট দিলে এক্সেপ্ট করতে পারবে।
* আপনার প্রোফাইল পিকচার ও কভার পিকচার চেঞ্জ করতে পারবে।
* আপনি কোন গ্রুপের এডমিন হয়ে থাকলে অন্য এডমিন আপনাকে রিমুভ করে দিতে পারবে বা স্মৃতি হিসেবে এডমিন বানাতে পারবে।
* পেজের এডমিন হয়ে থাকলে, অন্য কোন এডমিন আবেদন করলে সেটা ফেবু কর্তৃপক্ষ বিবেচনা করে আপনাকে এডমিন থেকে বাদ দিবে।
* আপনার শেয়ার করা পিকচার, স্ট্যাটাস, ভিডিও, ইনফো গুলো ডাউনলোড করতে পারবে, যদি আপনি ডাটা আর্কাইভ পারমিশন দিয়ে রাখেন।
* আপনি তাকে আপনার একাউণ্ট ডিলিট করার পারমিশন দিতে পারবেন। সে আপনার অবর্তমানে আপনার আইডি ডিলিট করে দিতে পারবে।
ফেবু চায় না আপনার মানহানি হোক তাই এমন কিছু করতে পারবে না। তাই বিশ্বস্ত/কাছের কাউকে লিগ্যাসি বানিয়ে নিন।

যা কিছু করতে পারবেনাঃ-
# আপনার একাউন্টে লগিন করতে পারবে না।
# আপনার শেয়ার করা স্ট্যাটাস, পিকচার বা যা কিছু শেয়ার করেছেন তার কিছুই ডিলিট বা এডিট করতে পারবে না।
# আপনার ইনবক্সে চ্যাটিং করা / মেসেজগুলি দেখতে পারবেনা।
# আপনার ফ্রেন্ড লিষ্ট হতে কাওকে রিমুভ করতে পারবে না।

যেভাবে লিগ্যাসি নির্ধারন করে দিবেনঃ-
একাউন্ট সেটিংস এ গিয়ে জেনারেল সেটিং এ যান। সেখানে Legacy Contact নামে নতুন অপশন পাবেন। এখানে আপনার ফ্রেন্ড (যাকে Legacy Contact বানাতে চান) এর নাম লিখে সার্চ করে এড করতে পারেন। এড করার পরে আপনি যাকে এড করেছেন তার ইনবক্সে একটি মেসেজ যাবে।


তো বন্ধুরা, আর দেরি কেন? আমাদের কারোরই তো গ্যারান্টি নেই। মৃত্যু তো আমাদের দরজায় এসে দাঁড়িয়ে রয়েছে। যেকোনো সময় এসে আমাকে আপনাকে নিয়ে যাবে অজানার দেশে। আর তখন আপনার আমার ফেসবুক একাউন্ট এভাবেই ভার্চুয়াল জগতে পড়ে থাকবে। যেটা হয়ত আমাদের কারোরই কাম্য নয়। তাই এখনি আপনি আপনার একাউন্টে legacy contact করে রাখুন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages