Infotech Ad Top new
Infotech ad post page Top

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার দাবিতে শাহবাগে মশাল মিছিল করেছে `বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ । শুক্রবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে এ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে আবারও শাহবাগে গিয়ে শেষ হয়।
বর্তমানে দেশে সরকারি চাকরিতে আবেদন করা যায় ৩০ বছর পর্যন্ত। এটিকে ৩৫ করার দাবিতে গত কয়েক বছর ধরেই এই সংগঠনটি নানা কর্মসূচি পালন করে আসছে।
আন্দোলনকারীদের দাবি, ‘মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি মাধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করেছেন। যেখানে সব মধ্যম আয়ের দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫, সেখানে এদেশের মানুষরা কেন এ সুযোগ পাবেন না? নবম এবং দশম সংসদ অধিবেশনের শেষ অধিবেশন পর্যন্ত মাননীয় সংসদ সদস্যরা এ প্রস্তাব উত্থাপন করেই আসছেন।’ দেশের লাখ লাখ তরুণ-তরুণী বয়সের দেয়ালে আবদ্ধ হয়ে হতাশায় ভুগছে বলেও দাবি করেন তিনি।
Tags
# সংবাদ
Share This

About Goljar- The Patroblogger
সংবাদ
Ярлыки:
সংবাদ
Infotech Post Bottom Ad New
Author Details
ইনফোটেকলাইফ.কম এর তালিকা ভুক্ত একজন লেখক ও কলামিস্ট।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
No comments:
Post a Comment