প্রাথমিক শিক্ষা এবং কিছু প্রাসঙ্গিক ভাবনা---- আশফিকা বুলবুল - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

প্রাথমিক শিক্ষা এবং কিছু প্রাসঙ্গিক ভাবনা---- আশফিকা বুলবুল

প্রাথমিক শিক্ষা এবং কিছু প্রাসঙ্গিক ভাবনা---- আশফিকা বুলবুল

Share This
লেখিকা: আশফিকা বুলবুল পেস্তা

♦প্রাথমিক শিক্ষা এবং কিছু প্রাসঙ্গিক ভাবনা

প্রাথমিক শিক্ষা হলো গোটা শিক্ষা ব্যবস্থার ভিত্তি।এই শিক্ষা বাদ দিয়ে এক লাফে শিক্ষা সম্পুর্ণ করা অসম্ভব তা আমরা সবাই জানি।একটি প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে এর কার্যক্রম Top to bottom পরিচালিত হয়।লক্ষ্যণীয় সহকারী শিক্ষক থেকে পদোন্নতি(চ.দা) পেয়ে প্র/শি।সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদোন্নতি(চ.দা)পেয়ে উপজেলা শিক্ষা অফিসার, উপ.শিক্ষা অফিসার পদোন্নতি (চ.দা)পেয়ে সহকারী জেলা প্রাথমিক অফিসার, সহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদোন্নতি (চ.দা)পেয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।আবার সেখান থেকে ডিডি, পর্যায়ক্রমে উচ্চ পর্যায়ে পদোন্নতি পাচ্ছেন।ইউ আর সি ইন্সট্রাকটরগণ পদোন্নতি (চ.দা)পেয়ে সহকারী সুপারিন্টেনডেন্ট, সহাকারী সুপারিন্টেনডেন্ট পদোন্নতি (চ.দা)পেয়ে সুপারিন্টেনডেন্ট হচ্ছেন। এভাবে পর্যায়ক্রমে সর্বোচ্চ পর্যায়ে পদোন্নতি পাচ্ছেন।মজার ব্যাপার হলো প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি ব্লক পদ।যেখান থেকে পদোন্নতিরর কোন সুযোগ নেই?আমার প্রশ্ন হলো এই পদটি কি প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাইরের পদ??? যে কারণে তারা এই পদোন্নতির সুবিধা থেকে বঞ্চিত!!!অথচ আশ্চর্যরকমের বিষয় হলো এই প্রাথমিক বিদ্যালয়টি মাঠ পর্যায়ে পরিচালিত হয় এই একমাত্র প্রধান শিক্ষকের দক্ষ নির্দেশনায়!!!যারা বিদ্যালয়ের কান্ডারীর ভূমিকা পালন করে থাকেন।এহেন অবস্থায় প্রধান শিক্ষকগণ নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করার আগ্রহ হারাচ্ছে।এভাবে চলতে থাকলে সেদিন আর দূরে নয় যেদিন আমাদের দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে।উল্লেখ্য মাননীয় প্রধানমন্ত্রী গত ৯/৩/১৪ সালে এই পদটি দ্বিতীয় শ্রেণী ঘোষণার পরও ১০ম গ্রেড সহ আর্থিক সুবিধা বঞ্চিত।আরও লক্ষ্যণীয় যারা ২০০৬/২০০৭ সালে এই পদে যোগদান করেন তারা Service benefit বলে যে একটি সুবিধা রয়েছে সেখান থেকেও বঞ্চিত হয়ে গেছেন। ২য় শ্রেণী ঘোষণা হওয়ায় ৮ বছরে টাইমস্কেল, ১০ বছরে উচ্চতর গ্রেড থেকেও বঞ্চিত।কেন এই বৈষম্য!!! এই যদি প্রধান শিক্ষক পদের অবস্থা হয় তবে তারা এই বিভাগে নিবেদিত প্রাণ হবে কী করে প্রশ্ন থেকে যায়!!!


অনেকটা এমন...

কী আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে....!!!

আলোচিত বিষয়টিতে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।


আশফিকা বুলবুল পেস্তা
প্রধান শিক্ষিকা 
কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুর।
ইমেইল: ashfikaht@gmail.com

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages