প্রাথমিক সমাপনীর পরিমার্জিত প্রশ্ন-কাঠামো-২০১৮(Updated 12/April) ডাউনলোড করুন আর শেয়ার করে রাখুন। - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

প্রাথমিক সমাপনীর পরিমার্জিত প্রশ্ন-কাঠামো-২০১৮(Updated 12/April) ডাউনলোড করুন আর শেয়ার করে রাখুন।

প্রাথমিক সমাপনীর পরিমার্জিত প্রশ্ন-কাঠামো-২০১৮(Updated 12/April) ডাউনলোড করুন আর শেয়ার করে রাখুন।

Share This
সকলকে ইনফোটেকলাইফ.কম এর পক্ষ হতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোঃ গোলজার হোসেন। আপনারা হয় ইতোমধ্যেই জেনে গেছেন। এই বছর অর্থাৎ ২০১৮ সন হতে   প্রাথমিক শিক্ষা সমাপনীতে শতভাগ সৃজনশীল প্রশ্নে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা হবে। ২০১৮ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন করে এ  সংক্রান্ত  এক আদেশ  জারি করে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)।  মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক প্রতি বিষয়ে শতভাগ যোগ্যতাভিত্তিক প্রশ্ন হবে। প্রাথমিক সমাপনীতে সৃজনশীল প্রশ্নের হার গত কয়েক বছর ধরে ধাপে ধাপে বাড়চ্ছিল সরকার। ২০১৭ সালে ৮০ শতাংশ এবং ২০১৬ সালে প্রতি বিষয়ে ৬৫ শতাংশ প্রশ্ন যোগ্যতাভিত্তিক ছিল, বাকি প্রশ্ন ছিল ট্রাডিশনাল। ২০০৯ সালে শুরু হওয়া প্রাথমিক সমাপনীতে ২০১২ সালে প্রথমবারের মতো ১০ শতাংশ সৃজনশীল প্রশ্ন সংযোজন করা হয়েছিল। ২০১৩ সালে ২৫ শতাংশ, ২০১৪ সালে ৩৫ শতাংশ এবং ২০১৫ সালে ৫০ শতাংশ সৃজনশীল প্রশ্নে ক্ষুদে শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা হয়। যোগ্যতাভিত্তিক প্রশ্নে চিন্তা করে শিক্ষার্থীদের উত্তর লিখতে হয়। কিন্তু অনেক শিক্ষার্থীই দুই ঘণ্টায় পরীক্ষা শেষ করতে না পারায় ২০১৩ সালে এই পরীক্ষার সময় ৩০ মিনিট বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়।  কিন্তু বিপত্তি বাধে তখনই যখন সারা বাংলাদেশে ক্রমাগত ভাবে দেশের সকল পাবলিক পরিক্ষার প্রশ্নপত্র ফাঁস হতে থাকে। ফলে সরকার ও শিক্ষা বিভাগ নড়ে চড়ে বসে। এর কারন হিসেবে উধ্বতন: মহল এমসিকিউ বা বহুনিবার্চনী প্রশ্নকেই অনেকাংশে দায়ী করতে থাকেন এবং তারা এমসিকিউ বা বহুনির্বানী প্রশ্নকে বাতিলের সিদ্ধান্ত নেন। এর আলোকে প্রাথমিক শিক্ষা একাডেমী(নেপ)  প্রাথমিক সমাপনীর সকল প্রশ্ন শতভাগ সৃজনশীল করলেও সমাপনী পরীক্ষায় প্রথমবারের মত এমসিকিউ বা বহুনির্বাচনী প্রশ্ন বাদ দিয়ে নতুনভাবে প্রশ্ন কাঠামো প্রনয়নে হাত দেয় তারই ধারাবাহিকতায় গত ১২ এপ্রিল/২০১৮ ইং তারিখে প্রশ্নকাঠামো চূড়ান্ত করে।   অনেকেই এর মধ্যে অনলাইনে খোঁজা শুরু করেছেন ১০০ যোগ্যতাভিত্তিক পরিমার্জিত প্রশ্ন(100% Competency Based Revised Question Structure) কাঠামো । আর তাদের জন্য আজ আমার এই পোস্টটি। আপনারা  ইচ্ছে করলেই Nape এর  website এ গিয়ে প্রশ্নকাঠামো Download  করে নিতে পারেন। ইনফোটেকলাইফ পরিবারের সকলের জন্য আজ আমি নিয়ে আসলাম প্রশ্ন কাঠামোর পিডিএফ ডক্যুমেন্ট। আপনারা চাইলে এই পেজ হতেও ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করতে নিচের নির্দেশনা অনুসরণ করুন।

নিচের  এই  শিটটি ডাউনলোড করতে, পপ আউট বাটনটিতে ক্লিক করুন, 

দেখবেন আপনি Pdf পেইজটিতে পৌছেগেছেন, সেইখানেই ডাউনলোড লিংক পাবেন। ডান পাশে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করুন।

[ বি:দ্র:- অবশ্যই প্রিন্ট করার সময় ৯/১৪ সাইজের কাগজ  দিয়ে প্রিন্ট করবেন।]




No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages