সকলকে আমার পক্ষ হতে একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনার সকলেই ভাল আছেন। আজ আপনাদের পঞ্চম শ্রেনীর কোমল মতি শিক্ষার্থীদের জন্য নিয়ে এলাম প্রথম Unseen Passage। আজ সহজ দিয়েই শুরু করি। পঞ্চম শ্রেনীর শিক্ষাথীরা তাদের পাঠ্যবই এর ভাষা জ্ঞান ও শব্দ ভান্ডারের উপর পুঁজি করে তাদের বাস্তব জীবনে যে কোন ইংরেজী টেক্সট শুদ্ধ ও স্পষ্ট উচ্চারণে পড়তে বলতে ও লিখতে পারবে। এই লক্ষ্যকে সামনে রেখেই পঞ্চম শ্রেনীর প্রশ্ন বা অভীক্ষা পত্রে Unseen Passage সংযুক্ত করা হয়েছে। তাই Unseen Passage পড়ানোর আগে আপনার সন্তানদের অবশ্যই তাদের ইংরেজী পাঠ্যবই ভাল করে পড়াবেন, এতে বিদ্যমান নতুন নতুন শব্দ(Vocabulary) গুলো ভাল ভাবে আয়ত্ব করাবেন। তবেই তারা Unseen Passage গুলো ভালভাবে ভীতিহীন পরিবেশে পড়ার উপযোগী হয়ে উঠবে এবং পাঠে আনন্দ পাবে। আর আনন্দ ও আগ্রহ নিয়ে শিশু যদি কোন পাঠ আত্মস্থ করে সেই পাঠ অনেক্ষণ স্থায়ী হয়। তো আর বেশি কথা বড়াবনা। এক্ষুনি দেরী না করে নামিয়ে নিন Unseen Passage টি। নিচের এই শিটটি ডাউনলোড করতে, পপ আউট বাটনটিতে ক্লিক করুন,





No comments:
Post a Comment