আমি কোনো কবি না। - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

আমি কোনো কবি না।

আমি কোনো কবি না।

Share This
আমি কোনো কবি না।
  <<<<<<<<<♥>>>>>>>>>
       *-মো: কামাল হোসেন-*
®^^^^^^^^^^^^^^^^^^^^^®
        তারিখ: ২৩/১২/১৭ ইং

আমি কোনো কবি না।

কবি হওয়ার বাসনায় আমি কিছু লিখিনা।

মনের কথা এফবিতে লিখি তায় বলে আমি কবি না।

আমার লেখা অমর হোক এটাও আশা করিনা।

দু'চার লাইন মানুষের বুঝে আসুক এটায় আমার বাসনা।

কি বলব ভাই এফবিতে আমার মত ক্ষুদে কবির অভাব নাই।

ভুল বানানে লিখে দিলেই কবিতা যে হয় না,
এটাও আমরা বুঝিনা।

অমুক ডায়ালগ তমুক ডায়ালড শব্দ সংযোজনে মিলেনা।

ডাব গাছেতে গাব ঝুলিয়ে কবিতায় ছন্দ যে আসেনা।

তায় দু'চার লাইন লিখি বলে প্লিজ কবি মনে করবেননা।

কারণ আমি কোনো কবি না,বড় কোনো লেখক না।

মেধায় অতটা ভালো না।★

দোহাই লাগে আপনারা কেউ কবি বলে ডাকবেন না।

কবি শব্দের ব্যাপক ভার,কাব্যগ্রন্থের মালিক হলেই কবি হওয়া যায় না।

এখন যা জেনেছি,মনে যা আসে লিখে কবি হয়,এটাও জানা ছিলনা।

কবিতা লেখা যতো কঠিণ,কবি হওয়া আরো কঠিণ,ভূলে গেলে চলবেনা।

বলি! কবিতার সুরে আমিও দু'চার লাইন লিখি, নিশ্চিত এগুলো কবিতার যোগ্যতা রাখেনা।

তায়! অনুগ্রহ করে আমার নামের আগে পরে কবি শব্দ ব্যবহার করবেন না।

আমার কথায় কেউ রেগে যাবেননা।

নিজের কথা নিজে বললাম কারো কিচ্ছু আসে যায় না।

সকল কবিদের প্রতি আমার শ্রদ্ধা, দয়া করে কেউ ভূল বুঝবেননা।

দু'চার লাইল লিখতে পারলে লেখক হওয়া যায় না।

কল্পনার ডানায় না উঠলে কখনো কবি হওয়া যায় না।

আমি কোনো কবি না।★

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages