হ্যাপি নিউ ইয়ার। - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

হ্যাপি নিউ ইয়ার।

হ্যাপি নিউ ইয়ার।

Share This
হ্যাপি নিউ ইয়ার।
<<<<<<<<<♥>>>>>>>>>
   *-মো: কামাল হোসেন-*
®^^^^^^^^^^^^^^^^^^^^^®
    তারিখ: ২৯/১২/১৭ ইং

সালাম! সবাইকে জানাই অভিনন্দন।
চলে গেল একটি বছর ঐতিহ্যের স্মৃতি ঘেরা,
নতুনের আগমন।
প্রিয় প্রােণ প্রােণ আজ ছড়িয়ে যাক সারা বিশ্বে,                   ভালোবাসার বন্ধন।
চারিদিক আজ মুখরিত জানাই সুস্বাগতম।

যার আগমনে মুখরতি হলো উৎসাহ উদ্দীপনাতে,
চিন্তাকে বাঁচিয়ে সামনে এগিয়ে যাবো...
সফলতার দারপ্রান্তে।
তবু ভয় পাবনা, না হলেও ভেঙে পড়বনা,
ব্যর্থ হলেও দ্বিগুন বেগে লড়বো মোরা স্বদেশ গড়তে।

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে,
একলা চলো রে...!
নতুন সুর তুলে নতুনে কামাই, পুরানো ভূলে গাই,
নতুনের জয়ো গান।
নয় কোনো পিছুটান নতুনের আহ্বানে মন,
একলা চলো রে...!

যতো ছিলো হিংসা নিন্দা রাগ প্রিয়জনের অভিমান।
মুছে যাক ধুয়ে যাক যতো দুঃখ আর কান্না,
বিদায়ে হোক নিঃপ্রাণ।
চাইবেনা মন যেতে তব মত্ত থাকিবে প্রেমে,
স্মৃতিরা রয়ে যাবে, মনের বাঁধানো ফ্রেমে।

আর্তনাদে নিঃস্ব মনের স্মৃতিগুলো গভীর ভালোবাসায়!        নতুন বছরের নব আনন্দে ধরার দেহো সাজায়।
ঝড় ঝঞ্ঝাকে পিছনে ফেলে এলো এগিয়ে যাবার সময়।
তাকাবো না আর ফিরে পুরানো দিনের তীরে হোক,
হ্যাপি নিউ ইয়ার।

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages