
প্রিয় সহকর্মী ভাই বোনোরা, সকলকে সালাম ও শুভেচ্ছা। আমরা সকল সহকারী শিক্ষক বর্তমানে মহাজোটের মাধ্যমে এক ও অভিন্ন। আমাদের মহাজোট নেতারা আমাদের দাবীর বিষয়ে স্বোচ্চার। তারা আমাদের গ্রেড বৈষম্য নিরসনের জন্য চেষ্টা অব্যাহত রেখেছেন এবং আমাদের যৌক্তিক দাবীর বিষয়টি কর্তৃপক্ষকে ইতোমধ্যে বুঝাতে সক্ষম হয়েছে। কর্তৃপক্ষ আমাদের দাবীর বিষয়ে যথেষ্ট আন্তরিক। একটু সময়তো দিতেই হবে মহাজোটকে অধৈর্য না হয়ে। একটু ভাবুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ৯ মার্চ ২০১৪ তারিখ প্রধান শিক্ষকদের ২য় শ্রেণি ঘোষনা করেছেন, কিন্তু এখনও তাদের ২য় শ্রেণি ও গ্রেড চুড়ান্ত হয়নি। আমরা সংখ্যায় অনেক যার কারণে কর্তৃপক্ষ একটু সময় নিচ্ছে সার্বিক বিষয় গুলো জেনে বুঝে নেওয়ার জন্যে। অনেকে আপডেট জানতে চেয়েছেন। হ্যাঁ আমরা সবাই জানি আমাদের দাবী তিনটা কি, এ গুলোর বাস্তবায়নে আমাদের মহাজোট নেতারা চেষ্টা করে যাচ্ছেন। এটা একটা চলমান বিষয়, চুড়ান্ত একটা কিছু না হলে আপডেট কি ভাবে দিবে বলুন। আপনারা ফেসবুকে জোট নেতাদের সম্পর্কে নেতিবাচক কিছু না লিখে তাদের সাথে প্রয়োজনে ফোন করে জেনে নিবেন, সর্ব শেষ আমাদের অবস্থা বা অবস্থান কি। তবে আশা করতে পারেন গ্রেড বৈষম্য নিরসনে চলমান আলোচনার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে আশানারূপ ভাল একটা কিছু হবে। আর আইনগত বিষয়টা একটা দীর্ঘ প্রক্রিয়া। এখানে হয়তো হবে, নয়তো হবে না। এ রকম একটা বিষয় থাকে। তাই আমাদের দাবী গুলো আদায়ের জন্য উর্ধতন কর্তৃপক্ষের সাথে বর্তমানে যেহেতু আলোচনা চলমান এবং আলোচনা অনেকটা এগিয়েও গেছে। তাই আমরা একটু ধৈর্য সহকারে দেখি কি ফল পাই। যদি আমাদের আশার প্রতিফলন না হয় তখনতো বিভিন্ন পথ খোলাই থাকছে। এখন সকলকে অনুরোধ করে দাবী রাখছি, কোন বিষয় নিয়ে আমরা কেউ ধৈর্য হারিয়ে এমন কিছু করব না, যেটা আমাদের সামগ্রীক দাবী আদায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ধন্যবাদ সকলকে, শিক্ষক মর্যাদার জয় হোক, দাবী পুরন হোক সকলের এ কামনাই রইল।
লেখকঃ মোস্তফা জামাল উদ্দিন
No comments:
Post a Comment