Infotech Ad Top new
Infotech ad post page Top

রঙিন স্বপ্ন।
=============================
কবিতাটি আমার খুব প্রিয়জন লিখেছেন।
তাঁর কবিতা তাঁকেই উৎসর্গ করলাম।
শুধুমাত্র শেষের দু'লাইন আমি যোগ করে "রঙিন স্বপ্ন" বুনে দিলাম। ধন্যবাদ প্রিয় বন্ধুরা।
=============================
কেউ ভালোবাসি বললেই...!
এ চোখ আমার কেমন ঝাপসা হয়ে আসে,
উড়ে আসা ধুলি-কণা ঝাঁপিয়ে পড়ে চোখে,
আমি চোখ ডলতে থাকি দুই হাত দিয়ে,
গোধুলির সূর্যের ন্যায় হয়ে যাই দু' চোখে।
কেউ ভালোবাসি বললেই...!
সাহসি ঘাসের রং পেয়ে যায় নতুন এক মুখ,
উঁচু নিচু পাহাড়ের ওপারে মেঘ কালো-ঘন।
কালো বরফজল ভারে নত হতে থাকে,
হঠাত ঝর্নাধারায় বিশুদ্ধ হলো আমার মন।
কেউ ভালোবাসি বললেই...!
বজ্রপাতের মতো চমকে উঠি আমি,
নিমেশেই জ্ঞানশুন্য বুঝে আসেনা মনে কিছু।
নাভির তলথেকে আসা আগ্নেয়গিরির লাভা,
স্রোত কণ্ঠনালী ফাঁকা বুক যেন দিগন্ত বিস্তৃত কিছু।
কেউ ভালোবাসি বললেই...!
ধূ ধূ প্রান্তর উড়ে বেড়াবার অনন্ত স্পেস,
তবুও পারিনা নিতে প্রশান্তির নিশ্বাস।
পড়ি মরি করে অনেক কষ্টে উঠে আসি আমি
অস্বস্তি বুকটা ভরে নিতে পারিনা নিশ্বাস।
কেউ ভালোবাসি বললেই...!
ভোর, ভোর, কূল ছেড়ে দূরে যায় চলে নদী,
হেটে হেটে যাই বহুদুর কোন সে সুদুর আমি।
অবিশ্বাস্য! আমার গলা চেপে ধরে, পারিনা..
শ্বাসরুদ্ধ হয়ে মরে যেতে থাকি আমি।
এখন ভালোবাসি বললেই...!
সোনালি রোদ্দুরে খেলে যায় শিতল হাওয়া,
এই এলো বুঝি নতুন চাষের উর্বর ভূমি।
অবিশ্বাস্য! প্রস্তাবনায় জেগে উঠি বারবার,
বেঁচে থাকার প্রেরণায় রঙিন স্বপ্নের জাল বুনি।
Infotech Post Bottom Ad New
Author Details
ইনফোটেকলাইফ.কম এর তালিকা ভুক্ত একজন লেখক ও কলামিস্ট।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
No comments:
Post a Comment