হিংসা - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

হিংসা।
    _____ মোঃ কামাল হোসেন।

হিংসা!
তুমি নরকে বাস যুগেযুগে করেছো সর্বনাশ,
যখন শুনি রুষ্ট কথা মনে লাগে তখন ক্ষয়।
আমি উদ্বিগ্ন হবনা! কেননা----
হিংসা কোনো নতুন কিছু নয়।

মহৎ গুণাবলি যখন অর্জন করতে চাই,
কানে শুনি এ কোন বুঝি দাতা হাতেম তাই।
আমি বিচলিত হবনা! কেননা----
হিংসা কোনো নতুন কিছু নয়।

কষ্ট ভুলে সুখ-সাচ্ছন্দে ভরা আমার জীবন,
তবে, ওরা কেনো কান ভাঙিয়ে বড় হতে চাই।
এতেও আমি চিন্তিত নই! কেননা----
হিংসা কোনো নতুন কিছু নয়।

ওরে বেকুব তুমি পুড়বে হিংসার অগ্নিদাহে,
যেমন জ্বালিয়েছো আরো দশজনকে তাই।
আমি ভাবি হাই হাই! এরা কি মানুষ? কেননা-
হিংসা কোনো নতুন কিছু নয়।

হে,হিংসুক! হে, নিন্দুক! মনে রেখো?
মৃত্যু তোমার সব হিংসা করবে স্তব্ধ হায়!
অবাক আমি বিস্মিত হই! কেননা----
হিংসা কোনো নতুন কিছু নয়।

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages