বন্ধুত্বের বন্ধন - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

বন্ধুত্বের বন্ধন

বন্ধুত্বের বন্ধন

Share This

বন্ধুত্বের বন্ধন_____

আজ মনে তীব্রতম গভীর উল্লাসে উচ্ছাস,
তোমার দর্শনেন্দ্রিয় আমায় করেছে বিস্ময়।

সোঁপেছি তোমার পরে রাখা বিশ্বাসের হাত,
প্লাবিত-দমকায় ভেঙে না যায় আত্মবিশ্বাস।

দিধাদ্বন্দ্ব বক্ষেচেপে গড়ি নিখাদ বন্ধুত্বের বন্ধন,
বজ্রআঘাত যতই আসুক ভাঙবেনা স্পন্দন।

বন্ধু তুমি আত্মার রজ্জু যা অদৃশ্য-অচ্ছিন্ন,
পারবেনা কেউ দৃঢ় মনটাকে করতে বিচ্ছিন্ন।

বন্ধু তুমি জ্ঞানের প্রদীপ জ্বালাও আকাঙ্খার আলো,
তোমার দীপ্তই অন্ধ মনে বেসেছি আজ ভাল।

________মোঃ কামাল হোসেন

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages