আশার প্রতিক্ষায় - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

আশার প্রতিক্ষায়

আশার প্রতিক্ষায়

Share This

আশার প্রতিক্ষায়_____

বন্ধুর সহস্রাধিক নিরব নিষ্ঠুরতা,
আমাকে করে অনুক্ষণ করে ক্ষত-বিক্ষত।
শত ব্যস্ততায় মনের অন্তরালে___
আমি ভুলতে পারিনা এক মূহুর্ত তাঁরে।
আমি ভূলতে পারি না......!
আমার দুটো শ্রান্ত আঁখি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে।
আমি-তো জেগেই থাকি কালো নিশি রাত,
আসবে,,,!! আসবে কখন যানি নিদ্রায় আঁখি ভার।
হঠাৎ !
মুহূর্তেই ভাইব্রেশণ! ___আঁতকে উঠি আমি,
দেখি,,,লো-সিগন্যাল।
কে বুঝবে?
বন্ধু? ___সে-তো অন্য কারো হয়।
মানুষ তো আমি !
কে বলবে এই কথা মিথ্যে ?
সান্তনা শুধু আছেন কেমন ?
___গুড বাই, বাই বাই ।।
স্বপ্নের এই ভাঙা-গড়াতেই দিন-রাত চলে যায়।
আমি ভূলতে পারি না,
বন্ধু আমার সে-তো অন্য কারো হয়।

______মোঃ কামাল হোসেন

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages