Infotech Ad Top new
Infotech ad post page Top

আশার প্রতিক্ষায়_____
বন্ধুর সহস্রাধিক নিরব নিষ্ঠুরতা,
আমাকে করে অনুক্ষণ করে ক্ষত-বিক্ষত।
শত ব্যস্ততায় মনের অন্তরালে___
আমি ভুলতে পারিনা এক মূহুর্ত তাঁরে।
আমি ভূলতে পারি না......!
আমার দুটো শ্রান্ত আঁখি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে।
আমি-তো জেগেই থাকি কালো নিশি রাত,
আসবে,,,!! আসবে কখন যানি নিদ্রায় আঁখি ভার।
হঠাৎ !
মুহূর্তেই ভাইব্রেশণ! ___আঁতকে উঠি আমি,
দেখি,,,লো-সিগন্যাল।
কে বুঝবে?
বন্ধু? ___সে-তো অন্য কারো হয়।
মানুষ তো আমি !
কে বলবে এই কথা মিথ্যে ?
সান্তনা শুধু আছেন কেমন ?
___গুড বাই, বাই বাই ।।
স্বপ্নের এই ভাঙা-গড়াতেই দিন-রাত চলে যায়।
আমি ভূলতে পারি না,
বন্ধু আমার সে-তো অন্য কারো হয়।
______মোঃ কামাল হোসেন
Infotech Post Bottom Ad New
Author Details
ইনফোটেকলাইফ.কম এর তালিকা ভুক্ত একজন লেখক ও কলামিস্ট।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
No comments:
Post a Comment