
তুমি ভোরের বাতাসে আর আগুনের মধ্যেও সুস্থ হও।
পৃথিবীর সমস্ত সুখ-সুন্দর থাক তোমার হৃদয় ঘিরে।
জোঁসানা রাতের চাঁদের মুঁচকি হাঁসি পড়ুক তোমার টোলে,
উজ্জল নক্ষত্রের রশ্মি ছেঁয়ে পড়ুক তোমার বাহুতে।
ফুল ফোটা বাগানে সমস্ত ঘ্রাণ আসুক তোমার নিশ্বাসে,
প্রভাতের নতুন সূর্যের হাঁসিটা পড়ুক তোমার মলিন মুখে।
আকাশের মেঘের ডানাই ভেষে আসুক সুখ তোমার মনে,
ডানা মেলে থাকা পাখির সবটুকু সুখ হোক তোমার প্রানে।
উড়ে আসা হিমেল বাতাশে শিতল হোক তোমার শরীর,
বয়ে-চলা নদীর কলতানের সুরে ভরে যাক তোমার হৃদয়।
নব-যাতকের ফোঁকলা হাঁসি টুকু আসুক তোমার মুখে,
সদ্য ফোটা গোলাপের পরশ ছুঁয়ে যাক তোমার দু-গালে।
হঠাৎ বৃষ্টি পড়া আনন্দের ক্ষণ আসুক তোমার ঘরে,
রংধনুর সাতরঙে মিশে থাক তোমার আগামী দিনগুলো।
হে আমার ভালবাসর বন্ধু__তুমি যেমন ছিলে তেমন হও,
আমি দিলখুলে প্রাণমনে কামনা করিতেছি তুমি সুস্থ হও।
________মোঃ কামাল হোসেন
No comments:
Post a Comment