
তুমি আমার আপন জন_____
বদ্ধ জীবনে ব্যথিত হৃদয়ে, ভালবেসেছি তোমায়.............
মনের অগচরে বন্দিশালায়, সঙ্গি করেছি তোমায় ।
/
ভাবতেই পারিনি অকাল প্রেমে, ভাষাবে তুমি আমায়......
সাগরের মাঝে ডুবতে বসেছি, টেনে তুলনি আমায় ।
/
কত নির্ঘুম রাত কাটিয়েছি, চোখের জ্বলের পাতায়.........
বুঝতেও পারিনি সূর্যের রশ্মি, পড়েছিল চোখের পাতায় ।
/
কত অলিগলি রাজপথ ঘুরে, ভুলতে পারিনি মায়া...........
আসে পাশে ছিলনা কেউ, শুধু দৃষ্টিকোনে তোমারি ছাঁয়া ।
/
ক্ষুধার্থ আমি আহারে এসেছি, খানাপিনা সম্মুখে বসা.....
শ্বরনে আসে খেয়েছো-কি তুুমি, আমার হলনা খাওয়া ।
/
এতো অন্তঃপুরের কথা বুঝবেনা তুমি, দূর্বল ভালবাসায়..
তবুও ছুঁড়ে ফেলিনি তোমায়, মনের গহীন ভালবাসায়।
/
এই আমি তোমার জন্য, লিখেছি যতো মনের ভাষা.........
পারবেনা কেহ লিখে যেতে, তোমার স্মৃতির ভাষা।
/
কত ভাবে যে বলেছি, বুঝিয়েছি, চাওনি বুঝতে কথা.......
সারাজীবন ধরেও কেহ তোমাই, বলবেনা এমন কথা।
/
তোমার জন্য যতটা সময়, নিজেকে ব্যস্ত রেখে ছিলাম....
থাকবেনা কেহ এমন ব্যস্ত, এই আমি বলে গেলাম।
/
তোমার মুখের ভালবাসি ডাক, একবার শুনব বলে.........
চোখের জ্বলে কত কেঁদে বলেছি বুঝতে চাওনি বলে।
/
তোমার কারনে নিজের ক্ষতিটাও, সয়েগেছি বারবার......
যদি কেহ আসে তোমার সঙ্গজীবনেও, পারবেনা শতবার।
/
তোমার কাছে নিজেকে যতটা মনে হয়, দূর্বল অসহায়....
আমার জীবনে আসবেনা কেহ, হবনাকো অসহায় ।
/
যদি কারো বুকে সবটুকু প্রেম, উজাড় করে ঢেলে দাও....
তবুও কেহ পারবেনা নিজেকে, আমার মত তাও ।
/
চ্যালেঞ্জ দিয়ে গেলাম, খুঁজে দেখো এটাই সত্য হয়.........
এটুকু বিশ্বাস দিয়ে গেলাম, যদি ভালবাসা সত্যি হয় ।
/
আপন মনে প্রেমউজ্জল প্রদীপ, তুমি আমার প্রিয়জন....
সত্য চিরকাল সত্যই রয়ে যায়, তুমি আমার আপনজন ।
________মোঃ কামাল হোসেন
No comments:
Post a Comment