আমি সেই কবর - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

আমি সেই কবর

আমি সেই কবর

Share This

আমি সেই কবর...

আমি পড়ে আছি তোমাদেরি দেয়া শেষ ঠিকানার পরে,
আমি পড়ে আছি একা অনন্তকাল গহিন অন্ধকারে।
অগোছালো মোর বসত বাড়ি কীট পতঙ্গে ভরা,
কত লোকজন এসে যাই তবু,আমি হয়ে যাই দিশেহারা।

কত আপনজন কত ব্ন্ধু রেখে যাও আমার তরে,
বোঝা ভাবিনি রেখেছি তবু অনেক যতন করে।
শোকের ছোঁয়াই মায়ার টানে এসেছো হয়তো ক'দিন,
ক্ষনে ক্ষনে তাই দিন চলে যাই,তবুও হয়না সু-দিন।

কত কোটিপতি কত মহাজন থেকেছো মহা সূখে,
পড়ে আছো আজ অন্ধ-জগতে অট্টালিকার পরে।
তবে কি ভাবোনি আমারি বক্ষে আসতেই হবে ছেড়ে,
শেষ হবে যেদিন স্বর্গীয় দিন,চেস্টা যাবে বিফলে।

পূষে রেখেছি সাপ-বিচ্ছু আর অগ্নিদাহের চাদর,
করো যদি পাপ না মানো তবে সৃষ্টিকর্তার কদর।
মটিচাপা আর সর্পদংষন সয়ে আগুনের ঝলসানি,
স্বর্গ হবো আসো যদি তবে,পুন্যভরা পবিএ ঝুলি খানি।
আমি সেই কবর।
__________________মোঃ কামাল হোসেন

2 comments:

Ripon Khan said...

Nice Article, Thanks to admin

Unknown said...

অনেক শুভ কামনা রইল।
ধন্যবাদ।

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages