Infotech Ad Top new
Infotech ad post page Top

আমি সেই কবর...
আমি পড়ে আছি তোমাদেরি দেয়া শেষ ঠিকানার পরে,
আমি পড়ে আছি একা অনন্তকাল গহিন অন্ধকারে।
অগোছালো মোর বসত বাড়ি কীট পতঙ্গে ভরা,
কত লোকজন এসে যাই তবু,আমি হয়ে যাই দিশেহারা।
কত আপনজন কত ব্ন্ধু রেখে যাও আমার তরে,
বোঝা ভাবিনি রেখেছি তবু অনেক যতন করে।
শোকের ছোঁয়াই মায়ার টানে এসেছো হয়তো ক'দিন,
ক্ষনে ক্ষনে তাই দিন চলে যাই,তবুও হয়না সু-দিন।
কত কোটিপতি কত মহাজন থেকেছো মহা সূখে,
পড়ে আছো আজ অন্ধ-জগতে অট্টালিকার পরে।
তবে কি ভাবোনি আমারি বক্ষে আসতেই হবে ছেড়ে,
শেষ হবে যেদিন স্বর্গীয় দিন,চেস্টা যাবে বিফলে।
পূষে রেখেছি সাপ-বিচ্ছু আর অগ্নিদাহের চাদর,
করো যদি পাপ না মানো তবে সৃষ্টিকর্তার কদর।
মটিচাপা আর সর্পদংষন সয়ে আগুনের ঝলসানি,
স্বর্গ হবো আসো যদি তবে,পুন্যভরা পবিএ ঝুলি খানি।
আমি সেই কবর।
__________________মোঃ কামাল হোসেন
Infotech Post Bottom Ad New
Author Details
ইনফোটেকলাইফ.কম এর তালিকা ভুক্ত একজন লেখক ও কলামিস্ট।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
তাঁর লেখা আপনাদের ভাল লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্টস করে দয়া করে আমাদের উৎসাহিত করবেন। এই ওয়েবসাইটের কোন লেখকের বিরুদ্ধে তাঁর লেখা নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে আপনি আমাদের অভিযোগ ডেস্ক-এ অভিযোগ করতে পারেন। ইনফোটেকলাইফ.কম কোন লেখকের বিতর্কিত লেখার দায়ভার বহন করেনা। তবে আপনার করা অভিযোগের সত্যতা প্রমানিত হলে উক্ত লেখককে অস্থায়ী কিংবা গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে। ইনফোটেকলাইফ.কম এর সাথে যুক্ত থাকতে নিচের সামাজিক মাধ্যম গুলোতে Join,Like ও Follow করুন।
2 comments:
Nice Article, Thanks to admin
অনেক শুভ কামনা রইল।
ধন্যবাদ।
Post a Comment