F.Lux: আপনার ডেস্কটপ কম্পিউটার এর ক্ষতিকর গামা রশ্মির হাত হতে আপনার চোখকে বাঁচান একটি ছোট সফটওয়্যার দ্বার - ICT-তে জীবন গড়ি

Infotech Ad Top new

Infotech ad post page Top

F.Lux: আপনার ডেস্কটপ কম্পিউটার এর ক্ষতিকর গামা রশ্মির হাত হতে আপনার চোখকে বাঁচান একটি ছোট সফটওয়্যার দ্বার

F.Lux: আপনার ডেস্কটপ কম্পিউটার এর ক্ষতিকর গামা রশ্মির হাত হতে আপনার চোখকে বাঁচান একটি ছোট সফটওয়্যার দ্বার

Share This





সকলকে আবার ও আমার পক্ষ থেকে জানাই একরাশ শুভেচ্ছা। আমরা অনেকেই এই তথ্য প্রযু্ক্তির যুগে প্রয়োজনে বা অপ্রোয়োজনে যে কারনেই হোউক, ঘন্টার পর ঘন্টা কম্পিউটার বা ডেস্কটপের সামনে বসে কাটিয়ে দেই। এত করে কম্পিউটারের স্ক্রীন হতে নির্গত অতিবেগুনী গামা রশ্মি আমাদের চোখের আমাদের শরীরের অপুরনীয় ক্ষতি করে।  যাতে করে আমাদের চোখ জ্বালা-পোড়া, চোখ লাল হয়ে যাওয়া সহ নানা বিধ সমস্যা দেখা দেয়। আমরা চোখে ঝাপসা বা কম দেখা শুরু করি। যা এক সময় আমাদের বর্ণান্ধতা(Colour Blindness) এর দিকে ঠেলে দেয়। আজকে এই সমস্যা থেকে আপনার দৃষ্টি বা  চোখকে রক্ষা করার একটি কার্যকর টিপস নিয়ে এসেছি। একটি মাত্র ছোট্ট সফটওয়ার আপনার চোখ এহেন ক্ষতির হাত হতে বাচাবার একটি কার্যকরী হাতিয়ার হতে পারে। সফটওয়্যার টির নাম এফ.লাক্স(F.Lux)। সফটওয়্যারটির সম্পর্কে যাই বলি না কেন কম বলা হবে। তাই দেখুন নিচের টিউটোরিয়ালটি আর নিজের করে নিন  এই সুন্দর ও কার্যকরী সফটিকে। 

No comments:

Post a Comment

Infotech Post Bottom Ad New

Pages