
বালাদেশে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় একজন প্রাথমিক শিক্ষকের যোগ্যতার মানদন্ড এক ও অভিন্ন নয়। এখানে একই পদে অধিকাংশই এস.এস.সি/এইচএসসি পাশ শিক্ষক যেমন আছেন তেমনি আছেন মাস্টার্স ডিগ্রীধারী উচ্চ শিক্ষায় শিক্ষিত শিক্ষকগন। আর এই কারনে প্রাথমিক শিক্ষাব্যবস্থা অনেক খানি ব্যহত হওয়ার পথে। কারন সকলে প্রাথমিক শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, প্রান্তিক যোগ্যতা, বিষয় ভিত্তিক প্রান্তিক যোগ্যতা, শ্রেণী ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা, শিখনফল এই বিষগুলো ঠিকভাবে বুঝতে চায়না বা বুঝে উঠতে পারে না। অথচ এই বিষয়গুলির ভেতরেই প্রাথমিক শিক্ষার প্রাণ ভোমরা লুকিয়ে আছে। ইতোমধ্যেই সকল “জেলায় কারিকুলাম ডেসিমিনেশন ট্রেইনিং ” শুরু হয়েগেছে। এই সকল প্রশিক্ষনে একজন শিক্ষককে উপরোক্ত বিষয়াবলীর উপর ভিত্তিকরে ক্লাশ নিতে বলা হচ্ছে। প্রাথমিকভাবে প্রধান শিক্ষকগন এই প্রশিক্ষনে অংশগ্রণ করছে। পর্যায়ক্রমে সকলেই এই ট্রেনিং এর আওতায় আসবেন। তাই একজন শিক্ষক যে পাঠটুকু আজ নিতে যাচ্ছেন অন্তত সেই পাঠের শিখনফল কি তা যদি তার জানা থাকে তাহলে তাঁরপাঠদান একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে আবর্তিত হবে। শিখনফল এখন আর নিজের মত করে বলার বা লেখার কোন সুযোগ নেই। কারন প্রতি শ্রেনীর প্রতি বিষয়ের শিখনফল এখন নির্দিষ্ট এবং তা প্রাথমিক শিক্ষার প্রান্তিক যোগ্যতার সাথে ওতোপ্রতোভাবে জড়িত। প্রতিটি বিদ্যালয়ে ইতোমধ্যে শিখন ফলের বই সরবরাহ করা হচ্ছে এবং সহকারী শিক্ষকদের শ্রেনীতে বিষয় ভিত্তিক পাঠ পাঠদানের পুর্বে অন্তত শিখনফল জেনে শ্রেনীকক্ষে যাওয়ার জন্য আমাদের সম্মাতি প্রধান শিক্ষকগন তাগিদ দিচ্ছেন। কিন্তু এই মোটা বই হতে শ্রেনীর নিজের বিষয়ভিত্তিক শিখনফল বের করা একটু কষ্টদায়ক ও সময় সাপেক্ষ এবং একঘেয়ে কারন, এটি আপনার প্রতিদিনের কাজ। এই লক্ষ্যে আমি প্রত্যেক শ্রেনীর প্রত্যেক সাবজেক্ট বা বিষয়ের শিখনফল সমুহকে আলাদা আলাদা করে আপনাদের সামনে হাজির করলাম। আপনি এখন আপনার শখের স্মাটফোনটিতেই আপনি যে যে শ্রেনীতে যে বিষয় সমুহের ক্লাশ নেন সেই বিষয়সমুহের শিখনফল ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন। শ্রেনী কক্ষে যাওয়ার আগে আপনার মোবাইল হতে আপনার বিষয়ের পাঠ্যাংশের শিখনফল জানুন সেই মোতাবেক ক্লাশ নিন দেখবেন আপনি ধীরে ধীরে একজন দক্ষ শিক্ষক হয়ে উঠছেন। আপনি নিচের ছক হতে আপনার প্রয়োজনীয় বিষয়ের শিখনফল ডাউনলোড করে নিন। দেখবেন আপনার শিশুরা সুন্দর ভাবে শিখছেন। তাই ডিজিটাল আন্দোলনে সামিল হউন আপনার স্মার্ট ফোন দিয়েই।
No comments:
Post a Comment